Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4319
১.বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় কবে?
-৪ জুলাই ১৯৮৫ সালে।
২.বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
-যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ।
৩.বাংলাদেমের সেতু কর্তৃপক্ষ এর অবস্থান কোথায়?
-বনানী, ঢাকা।
৪.ঝুলন্ত সেতুর অবস্থান কোথায়?
-তবলছড়ি, রাঙামাটি।
৫.ঝুলন্ত সেতুর দৈর্ঘ্য কত?
-৩৩৫ ফুট।
৬.ঝুলন্ত সেতু কত সালে নির্মিত হয়?
-১৯৮৫ সালে।
৭.পানাম সেতু কোথায় অবস্থিত?
-সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
৮.পানাম সেতু কোন খালের উপর নির্মিত?
-পঙ্খী খাল।
৯.পানাম সেতু কবে নির্মিত?
-১৭ শতকে।
১০.বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একক রেল সেতু কোনটি?
-ভৈরব বাজারের নিকটে মেঘনা নদীর ওপর ভৈরব সেতু।
১১.তিস্তা রেল সেতু কোথায় অবস্থিত?
-তিস্তা।
১২.বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রেল সেতু কোন নদীর ওপর নির্মিত?
-মেঘনা নদী।
১৩.বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
-হার্ডিঞ্জ সেতু।
১৪.হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত?
-গঙ্গা।
১৫.হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত?
-পাবনা ও কুষ্টিয়া।
১৬.বাংলাদেশের ইস্পাত নির্মিত সেতু কোনটি?
-হার্ডিঞ্জ সেতু।
১৭.হার্ডিঞ্জ সেতু উদ্বোধন করা হয় কবে?
-৪ মার্চ ১৯১৫ সালে।
১৮.হার্ডিঞ্জ সেতু কার নামে নামকরণ করা হয়েছে?
-ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ।
১৯.কত সালে হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়?
-১৯১২ সালে।
২০.বাংলাদেশের বৃহত্তম সড়ক ও রেল সেতু কোনটি?
-বঙ্গবন্ধু সেতু।
২১.বঙ্গবন্ধু সেতুতে কোন প্রকার রেললাইন বসানো হয়েছে?
-ডুয়েলগেজ।
২২.কোন জেলাদ্বয় বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে অবস্থিত?
-সিরাজগঞ্জ ও টাঙ্গাইল।
২৩.বঙ্গবন্ধু সেতুর লেনের সংখ্যা কত?
-৪টি।
২৪.বঙ্গবন্ধু সেতুর পাইলের সংখ্যা কত?
-১২১ টি।
২৫.বঙ্গবন্ধু সেতুতে কতটি পিলার আছে?
-৫০টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    177 Views
    by raja
    0 Replies 
    152 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    659 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]