Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4314
১.মুক্তিযুদ্ধের অবদানের জন্য সরকার বিদেশি নাগরিকদের কোন তিন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করেন?
-বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মননা, এবং মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।
২.প্রথম বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করা হয় কাকে?
-ইন্দিরা গান্ধী।
৩.বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দেয়া হয় কতজন ব্যক্তিকে?
-১৭ জন।
৪.মার্চ ২০২৮ পর্যন্ত মোট কতজন ব্যক্তি ও সংগঠনকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেয়া হয়?
-৩৩০ জন ব্যক্তি ও ১০ টি আন্তর্জাতিক সংগঠন।
৫.বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্রিটেনের নাইট উপাধি পান?
-ফজলে হাসান আবেদ।
৬.দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে ব্রিটেনের নাইট উপাধি পান?
-আখলাকুর রহমান চৌধুরী।
৭.বিশ্ববিধ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে সম্মানজনক পুরস্কারের নাম কী?
-কালার।
৮.নেতাজী সুভাষচন্দ্র বসু পুরস্কার ৯৭ কাকে দেয়া হয়?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
৯.বঙ্গবন্ধু কবে জুলিও কুরী শান্তি পুরস্কারে ভূষিত হন?
-১০ অক্টোবর ১৯৭২ সালে।
১০.কথাসাহিত্যিক শওকত ওসমান কবে আদমজী পুরস্কার লাভ করেন?
-১৯৬৬ সালে।
১২.কত সালে আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন ইউনেস্কোর কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
-১৯৬৯ সালে।
১৩.২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
-প্রফেসর ড.মুহম্মদ ইউনুস।
১৪.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মেডেল অব ফ্রিডম কে লাভ করেন?
-প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।
১৫.২০১৫ সালে কোন বাংলাদেশি সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন?
-শেখ হাসিনা।
১৬.২০১৫ সালের বিশ্বে খাদ্য পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
-স্যার ফজলে হাসান আবেদ।
১৭.২৮ নভেম্বর ২০১১ দেশের ভবিষ্যতে যুদ্দকালীন কর্মকান্ডে বীরত্ব ও সাহসিকতাপূর্ন কাজের জন্য কতটি পদক প্রবর্তন করা হয়?
-৪টি।

নতুন বীরত্বসূচক পদকের ভাতা
পদকের নাম – এককালীন অনুদান – মাসিক ভাতা
বীর সর্বোত্তম – ৪ লাখ টাকা – ৫,০০০ টাকা
বীর মৃত্যুঞ্জয়ী – ৩ লাখ টাকা – ৪,০০০ টাকা
বীর চিরঞ্জিব – ২ লাখ টাকা – ৩,০০০ টাকা
বীর দুর্জয় – ১ লাখ টাকা – ১,০০০ টাকা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    142 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]