Page 1 of 1

বাংলাদেশের পদক ও পুরস্কার: পার্ট-০১

Posted: Sun Nov 15, 2020 2:04 pm
by tumpa
স্বাধীনতা পুরস্কার
১.বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কী?
-স্বাধীনতা পুরস্কার।
২.স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
-১৯৭৭ সালে।
৩.স্বাধীনতা পুরস্কারের প্রদেয়সমূহ কী কী?
-আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, পঁচ লক্ষ টাকা, একটি সম্মাননা পত্র।

স্বাধীনতা পুরস্কার ২০২০
ক্ষেত্র - বিজয়ী
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ – গোলাম দস্তাগীর গাজী, কমান্ডার আবদুর রউফ, মুহাম্মদ আনোয়ার পাশা ও আজজুর রহমান
চিকিৎসাবিদ্যা – অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী, ও অধ্যাপক ডা.একেএমএ মুকতাদির
সাহিত্য – মুক্তিযোদ্ধা এসএম রইজ উদ্দিন আহম্মদ
সংস্কৃতি – কালীপদ দাস ও ফেরদৌসি মজুমদারে
শিক্ষা – ভারতেশ্বরী হোমস (প্রতিষ্ঠান)

একুশে পদক
১.একুশে পদক প্রবর্তন করা হয় কবে?
-১৯৭৬ সালে।
২.একুশে পদক এর প্রবর্তক কে?
-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
৩.একুশে পদকের প্রদেয়সমূহ কী কী?
-আঠারো ক্যারেট মানের পঁয়ত্রিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লক্ষ টাকা, একটি সম্মননাপত্র।

একুশে পদক ২০২০
ক্ষেত্র – বিজয়ী
ভাষা আন্দোলন – আমিনুল ইসলাম বাদশা
শিল্পকলা (সংগীত) – ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক
শিল্পকলা (নৃত্য) – মো. গোলাম মোস্তফা খান
শিল্পকলা (অভিনয়) – এস এম মহসীন
শিল্পকলা (চারুকলা) – অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান
মুক্তিযুদ্ধ – হাজী আক্তার সরদার, আবদুল জব্বার, মেসবাহুল হক
সাংবাদিকতা – জাফর ওয়াজেদ
গবেষণা – ড. জাহাঙ্গীর আলম, হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ এবং বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট
শিক্ষা – অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া
অর্থনীতি – অধ্যাপক ড. শামসুল আলম
সমাজসেবা – সুফি মোহাম্মদ মিজানুর রহমান
ভাষা ও সাহিত্য – ড. নুরুন নবী, সিকদার আমিনুল হক, ও নাজমুন নেসা পিয়ারী।
চিকিৎসা – অধ্যাপক ডা. সায়েবা আখতার