Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4278
১.ফিলাটেলি বলতে কি বোঝায়?
-ডাকটিকিট সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা।
২.বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রাম কী?
-একজন ধাবমান রানারের কাধে ঝোলানো চিঠির ব্যাগ, হাতে একটি বল্লম এবং বল্লমের মাথায় প্রজ্জ্বলিত লণ্ঠন।
৩.বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রামে কি লেখা থাকে?
-সেবাই আদর্শ।
৪.বাংলাদেশে কত সাল থেকে পোস্ট কোর্ট চালু হয়?
-২২ ডিসেম্বর ১৯৮৬।
৫.কোন দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই?
-ইসরাইল।
৬.বাংলাদেশে সর্বপ্রথম কবে থেকে ডাক বিভাগের কার্যক্রম শুরু হয়?
-২০ ডিসেম্বর ১৯৭১।
৭.বাংলাদেশে প্রথম কবে ডাকঘর স্থাপন করা হয়?
-১৪ এপ্রিল ১৯৭১।
৮.বাংলাদেশের বহির্বিশ্বের সাথে ডাক যোগাযোগ স্থাপন করে কবে?
-২০ ডিসেম্বর ১৯৭১।
৯.বাংলাদেশের একমাত্র পোর্টাল একাডেমি কোথায় অবস্থিত?
-রাজশাহীতে।
১০.স্বাধীনতার পর প্রথম পোস্ট কার্ড প্রকাশ করা হয় কবে?
-১৮ এপ্রিল ১৯৭২।
১১.স্বাধীন বাংলাদেশে প্রথম খাম প্রকাশ হয় কবে?
-১৯ জুলাই ১৯৭২।
১২.বাংলাদেশ কবে ডাক মহাপরিদপ্তর স্থাপন করা হয়?
-১২ ডিসেম্বর ১৯৭২।
১৩.কবে রাজশাহী সার্কেল প্রতিষ্ঠিত হয়?
-ফেব্রুয়ারী ১৯৭৯।
১৪.কবে চট্টগ্রাম সার্কেল প্রতিষ্ঠিত হয়?
-১ জানুয়ারী ১৯৮০।
১৫.বাংলাদেশ ডাক বিভাগের প্রধান কর্মকর্তার পদবি কী?
-মহাপরিচালক।
১৬.ডাক জীবন বীমা কী?
-বাংলাদেশ ডাকঘর কর্তৃক প্রবর্তিত একটি বীমা পদ্ধতি।
১৭.বাংলাদেশ এর সাথে কতটি দেশের ইন্টেল পোস্ট সার্ভিস বিদ্যমান?
-১৯টি
১৮.EMO – এর পূর্ণরূপ কী?
-Electronic Money Order.
১৯.MMO – এর পূর্ণরূপ কী?
-Mobile Money Order.
২০.PCC– এর পূর্ণরূপ কী?
-Postal Cash Card.
২১.EMS– এর পূর্ণরূপ কী?
-Express Mail Service.
২২.VPP– এর পূর্ণরূপ কী?
-Value Payable Parcel.

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]