Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4277
১.বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ফুলবাড়িয়া, ঢাকা।
২.বাংলাদেশের পুলিশের মূলনীতি কী?
-শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি।
৩.বাংলাদেশের পুলিশের মনোগ্রাম কী?
-এক পাশে ধানের শীষ ও অপর পাশে গমের মীষ মাঝখানে ভাসমান পালতোলা নৌকার, টপে শাপলা ও নিচে বাংলায়ে লেখা পুলিশ।
৪.পুলিশ শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
-ইংরেজি।
৫.বাংলাদেশের পুলিশ প্রশাসন পরিচালিত হয় কোন রেগুলেশন দ্বারা?
-১৮৬১ সালে প্রণীত রেগুলেশন।
৬.পাক-ভারত উপমহাদেশে কবে পুলিশ সার্ভিস চালু হয়?
-১৮৬১ সালে।
৭.কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয়?
-লর্ড ক্যানিংয়ের।
৮.পুলিশ রেঞ্জ কি?
-কয়েকটি জেলার সমন্বয়ে একটি পুলিশ রেঞ্জ গঠিত হয়।
৯.বাংলাদেশ পুলিশ প্রসাশনিক অঞ্চলগুলো কী কী?
-রেঞ্জ, জেলা, সার্কেল ও থানা।
১০.রেল পুলিশকে সাধারণভাবে কী বলা হয়?
-জিআরপি।
১১.বাংলাদেশ কয়টি জিআরপি অঞ্চলে বিভক্ত?
-২টি।
১২.পূর্বাঞ্চলে জিআরপি সদর দপ্তর কোথায়?
-চট্টগ্রাম।
১৩.পশ্চিমাঞ্চলে জিআরপি সদর দপ্তর কোথায়?
-সৈয়দপুর।
১৪.বাংলাদেশে বর্তমানে কতটি পুলিশ রেঞ্জ আছে?
-১০টি।
১৫.বাংলাদেশের পুলিশ বাহিনীর দশম রেঞ্জ কোনটি?
-ময়মনসিংহ।
১৬.পুলিশ রেঞ্জের প্রধান কর্মকর্তাকে কি বলা হয়?
-ডিআইজি।
১৭.বর্তমানে দেশে কতটি পুলিশ জেলা আছে?
-৬৪টি।
১৮.জেলার পুলিশ প্রধানের পদবি কী?
-এসপি।
১৯.থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কে?
-অফিসার।
২০.বাংলাদেশে প্রথম কমিউনিটি পুলিশিং শুরু হয় কবে?
-১৯৯২ সালে।
২১.পৌর পুলিশ গঠন করা হয় কবে?
-১৬ অক্টোবর ২০১১।
২২.বাংলাদেশে বিট পুলিশিং চালু হয় কবে?
-২০১০ সালে।
২৩.বাংলাদেশে সোয়াট টিম কার্যক্রম শুর করে কবে?
-২০০৮ সালে।
২৪.পুলিশ ইন্টারন্যাশনার ওয়েবসাইট চালু করে কবে?
-২ এপ্রিল ২০০৮।
২৫.ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমিউনিটি পুলিশিং শুরু হয় কবে?
-১৯৯৫ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    430 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1997 Views
    by tamim
    0 Replies 
    1636 Views
    by raja
    0 Replies 
    1572 Views
    by mousumi
    0 Replies 
    2027 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]