Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4271
জাতীয় বৃক্ষ
১.বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?
-আম গাছ।
২.কবে আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয়?
-১৫ নভেম্বর ২০১০ সালে।
৩.আম গাছের বৈজ্ঞানিক নাম কী?
-Mangifera indica
৪.আম গাছ কোন জাতের উদ্ভিদ?
-দ্বিবীজপত্রী।
৫.আম গাছের উৎপত্তিস্থল কোথায়?
-ভারতীয় উপমহাদেশের ও ব্রহ্মদেশকে আমের উৎপত্তিস্থল বলে ঘোষণা করা হয়।

জাতীয় বন
১.বাংলাদেশের জাতীয় বন কোনটি?
-সুন্দরবন।
২.পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
-সুন্দরবন।
৩.বাংলাদেশের সবচেয়ে বড় স্রোতজ বন কোনটি?
-সুন্দরবন।
৪.সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম?
-৭৯৮ তম।
৫.সুন্দরবন কোন কোন অঞ্চল জুড়ে বিস্তত?
-খূলনা, সাতক্ষীরা, ও বাগেরহাট।
৬.সুন্দরবনের মোট আয়তন কত?
-১০,০০০ বর্গকিমি।
৭.বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
- ৬০১৭ বর্গকিলোমিটার।
৮.সুন্দরবনকে বন্যপ্রাণীর জন্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কবে?
-৬ এপ্রিল ১৯৯৬।
৯.সুন্দরবনের কোন এলাকাকে গাংগেয় ও ইরাবতী ডলফিনের জন্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়?
-ঢাংমারী, শরণখোলা, ও চাঁদপাই।
১০.সুন্দরবনে অবস্থিত কয়েকটি আকর্ষনীয় স্থানের নাম কী?
-কটকা, হিরণ পয়েন্ট, দুবলার চর, পুটনী দ্বীপ, নীলকমল।

বাংলাদেশের মানচিত্র
১.মানচিত্র কী?
-মানচিত্র একটি দেশের সীমানা, নির্দিদিষ্ট ভূখন্ড নির্দেশ করে।
২.বাংলাদেশের মানচিত্র প্রথম কে আকেন?
-মেজর জেমস রেনেল।
৩.প্রথম মানচিত্র খচিত জাতীয় পতাকা আকেন কে?
-শিবনারায়ণ দাশ।

জাতীয় পরিচয়পত্র
১.অপারেশন নবযাত্রা কী?
-ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম।
২.অপারেশন নবযাত্রা শুরু হয় কবে?
-২০০৭ সালে।
৩.NIRW এর পূর্ণরূপ কী?
-National Identify Registration Wing.

    কাতারে ন্যূনতম মাসিক মজুরি ২৩,০০০ টাকা আইন পরিবর্[…]

    কাফালা প্রথা বাতিল সৌদি আরবে ৭০ বছর ধরে বিদেশি শ্[…]

    ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন বাংলাদেশের স্বাধী[…]

    স্বাধীনতা সড়ক চালু ১৭ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্র[…]