Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4262
১.NGO এর পূর্নরূপ কী?
-Non-Governmental Organization.
২.এনজিও’র প্রধান উদ্দেশ্য কী?
-তৃণমূল পর্যায়ে দেশের জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও মানব সম্পদ উন্নয়ন।
৩.এনজিও বিষয়ক ব্যুরো বর্তমানে কোন মন্ত্রণালয়ের অধীন?
-প্রধানমন্ত্রীর কার্যালয়।
৪.এনজিও বিষয়ক ব্যুরোর ইংরেজি নাম কী?
-NGO Affairs Bureau.
৫.এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৯০ সালে।
৬.এনজিও বিষয়ক ব্যুরো প্রথমে কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল?
-রাষ্ট্রপতির কার্যালয়।
৭.MCP এর পূর্নরূপ কি?
-Microcredit Program.
৮.দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত সংস্থার নাম কী?
-পিকেএসএফ।
৯.পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন কার্যক্রম শুরু করে কবে?
-১৯৯০ সালে।
১০.বাংলাদেশের পরিচালিত এনজিওসমূহের কার্যক্রম তদারকির ভার কোন সংস্থার ওপর অর্পিত?
-এনজিও বিষয়ক ব্যুরো।
১১.বাংলাদেশের প্রথম এনজিও সমূহের প্রতিনিধিত্বকারী সংস্থার নাম কী?
-এডাব।
১২.অ্যাডাব কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৪ সালে।
১৩.অ্যাডাব কবে বিভক্ত হয়?
-১৯ এপ্রিল ২০০৩।
১৪.এডাব ভেঙে কোন নতুন এনজিও ফেডারেশন গঠিত হয়েছে?
-ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ।
১৫.FNB এর পূর্নরূপ কী?
-Federation of NGO’s in Bangladesh.
১৬. FNB কবে গঠিত হয়?
-১৯ এপ্রিল ২০০৩ সালে।
১৭.কেয়ার কোন দেশীয় এনজিও?
-মার্কিন যুক্তরাষ্ট্রের।
১৮.বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এনজিও কোনটি?
-ব্র্যাক।
১৯.ব্র্যাক কি নামে আফগানিস্তানে ব্যাংক চালু করেছে?
-ব্র্যাক আফগানিস্তান ব্যাংক।
২০.বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্রঋণ দানকারী বেসরকারী সংস্থার নাম কী?
-আশা।

বাংলাদেশে কর্মরত প্রধান এনজিও
নাম – প্রতিষ্ঠা
অক্সফাম – ১৯৪২
কেয়ার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ – ১৯৪৫
ঢাকা আহসানিয়া মিশন – ১৯৫৮
রাবেতা আল আলম আল ইসলামী – ১৯৬২
কারিতাস বাংলাদেশ – ১৯৬৭
বাংলাদেশ রুবাল অ্যাডভান্সমেন্ট কমিটি বা ব্র্যাক – ১৯৭২
অ্যাকশন এইড বাংলাদেশ – ১৯৭২
প্রশিকা মানব উন্নয়ন কেন্দ্র – ১৯৭৫
স্বনির্ভর বাংলাদেশ – ১৯৭৫
অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট – ১৯৭৮
ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ – ১৯৮০
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস – ১৯৮৬
শক্তি ফাউন্ডেশন – ১৯৯২
অন্বেষা ফাউন্ডেশন - -

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]