Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4244
১.মাটি কি?
-মাটি হলো পৃথিবীর উপরিভাগের একটি আস্তরণ, যা প্রাণী ও উদ্ভিদের পুষ্টি জোগায় ও বেঁচে থাকতে সহায়তা করে।
২.বাংলাদেশের মাটির গঠন কিভাবে হয়েছে?
-৮০% নদীবাহিত পলি, ১২% টারশিয়ারি যুগের পাহাড়সমূহের এবং ৮% কোয়াটারশিয়ারি যুগের প্লাইস্টোসিন সোপানসমূহের পলল দ্বারা।
৩.লবণাক্ত ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
-বটিয়াঘাটা, খুলনা।
৪.মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
-বান্দরবান।
৫.মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীন?
-কৃষি মন্ত্রণালয়।
৬.SRDI –এর পূর্ণরূপ কী?
-Soil Resource Development Institute.
৭. SRDI এর প্রতিষ্ঠা কবে?
-১৯৮৩ সালে।
৮. SRDI এর সদর দপ্তর কোথায়?
-ফার্মগেট, ঢাকা।
৯. SRDI এর আঞ্চলিক কার্যালয় কতটি?
-৪টি।
১০.বাংলাদেশের মাটির উৎপত্তি হয়েছে কোথা থেকে?
-টারশিয়ারী যুগের শিলা, প্লাইস্টোসিন যুগের সোপান এবং সাম্প্রতিককালের পলল থেকে।
১১.মাটির উপাদান কয়টি?
-চারটি।
১২.মাটির রং ধূসর হয় কেন?
-প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে, জৈব পদার্থ ও লৈৗহের পরিমাণ মাটিতে কম থাকলে মাটির রং ধূসর হয়।
১৩.মাটির পিএইচ বলতে কি বোঝায়?
-যা দ্বারা মাটির বিক্রিয়ার একটি মানগত পদ্ধতি প্রকাশ করা হয় এবং যাতে হাইড্রোজেনের মাত্রা নির্ধারিত থাকে তাকে মাটির পিএইচ বলে।
১৪.প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কয় ভাগে ভাগ করা যায়?
-৫ ভাগে।
১৫.পাললিক মাটির গঠন কিরূপ?
-কাদা, বালু, ক্যালসিয়াম ও বিভিন্ন প্রকার জৈব পদার্থ নিয়ে পাললিক মাটি গঠিত।
১৬.বাংলাদেশে লাল মাটি পাওয়া যায় কোথায়?
-বরেন্দ্র অঞ্চল, মধুপুরের গড় ও ভাওয়ালের গড় অঞ্চলে।
১৭.বাংলাদেশের অধিকাংশ এলাকা কেমন?
-পলল গঠিত সমভূমি।
১৮.’হিউমাস’ মাটির কি উপকার করে?
-মাটির উর্বরতা বৃদ্ধি করে।
১৯.বাংলাদেশের কোথায় জ্বালানি মাটি পাওয়া যায়?
-খুলনা, সাভার, ও গোপালগঞ্জের বিল অঞ্চলে।
২০.পিট মাটি কোথায় অবস্থিত?
-ফরিদপুরে।
২১.পঁচা মাটিতে কোন গ্যাস উৎপন্ন হয়?
-মিথেন গ্যাস।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]