Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4238
১.সংস্কৃত বলতে কি বোঝায়?
-প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণ সমষ্টি।
২.জাতীয় গ্রন্থকেন্দ্র কোথায় অবস্থিত?
-গুলিস্তান, ঢাকা।
৩.বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কোথায় অবস্থিত?
-সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
৪.বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত?
-সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
৫.বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে?
-সোনারগাঁওয়ের জাদুঘর এলাকাকে।
৬.উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠীত কবে?
-২৯ অক্টোবর ১৯৬৮।
৭.উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে?
-সত্যেন সেন।
৮.সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের প্রতিষ্ঠা কবে?
-১৯৬১ সালে।
৯.বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
-চার্লস উইলকিনস।
১০.প্রথম কোন বাঙালি বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন?
-পঞ্চানন কর্মকার।

বাংলা নববর্ষ
১.বাংলা সনের প্রথম দিনের নাম কি?
-পহেলা বৈশাখ।
২.পহেলা বৈশাখ ইংরেজি সনের কোন তারিখে?
-১৪ এপ্রিল।
৩.প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনায় তৈরি?
-ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
৪.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
-সম্রাট আকবর।
৫.কে বাংলা সন প্রবর্তন করেন?
-সম্রাট আকবর।
৬.বাংলা সন প্রবর্তন কার্যকর হয় কবে?
-৫ নভেম্বর ১৫৫৬ সালে।
৭.বাংলা মাসের নামগুলো নক্ষত্রের নাম থেকে নিয়ে সৌর মাসের দিন মিলিয়ে বাংলা সন সৃষ্টি করেন কে?
-সম্রাট আকবরের উপদেষ্টা আমীর ফতেউল্লাহ।

বাংলা বর্ষপঞ্জি
৩১ দিন – বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন।
৩০ দিন – কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, চৈত্র।
২৯ দিন – ফাল্গুন।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]