Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4215
১.দেশের মানসিক ব্যাধি হাসপাতাল কোথায় অবস্থিত?
=হেমায়েতপুর, পাবনা।
২.দেশের প্রথম কালাজ্বর হাসপাতাল ও ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত?
=ময়মনসিংহ।
৩.জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
=মোহাম্মদপুর, ঢাকা।
৪.বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের কতটি চিকিৎসা কেন্দ্র ও আল্টাসাউন্ড কেন্দ্র রয়েছে?
=১৫টি।
৫.কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত?
=মহাখালী, ঢাকা।
৬.পরমাণু চিকিৎসা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
=বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৭.দেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কী?
=জীবনতরী।
৮.জীবনতরী কবে যাত্রা শুরু করে?
=১০ এপ্রিল ১৯৯৯ সালে।

বারডেম
১.বাংলাদেশের তথা এশিয়ার বৃহত্তম ডায়াবেটিস চিকিৎসা প্রতিষ্ঠানের নাম কি?
=বারডেম।
২.বারডেম কত সালে প্রতিষ্ঠা করা হয়?
=১৯৮০ সালে।
৩.বারডেমের অবস্থান কোথায়?
=শাহবাগ, ঢাকা।
৪.ডায়াবেটিস এসোসিয়েশন অব বাংলাদেশ কবে প্রতিষ্ঠিত হয়?
=২৮ ফ্রেব্রুয়ারি ১৯৫৬ সালে।
৫.DAB –এর পূর্ণরূপ কী?
=Diabetic Association of Bangladesh.

আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র
১.আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র বাংলাদেশ এর প্রতিষ্ঠা হয় কবে?
=১৯৬০ সালে।
২. icddr,b- এর পূর্ব নাম কি?
=Cholera Research Laboratory.
৩. icddr,b- এর পূর্ণরূপ কি?
=International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh.
৪. icddr,b-এর অবস্থান কোথায়?
=মহাখালী, ঢাকা।
৫. Cholera Research Laboratory কবে ওরস্যালাইন আবিষ্কার করে?
=১৯৬৮ সালে।
৬.বেবি জিঙ্ক ট্যাবলেটের আবিষ্কারক কে?
= icddr,b।
৭.বেবি জিঙ্কের কাজ কি?
=শিশুর ঘনঘন পাতলা পায়খানা কমায় এবং পরে শিশুর ডায়রিয়া আক্রান্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।
৮.বেবি জিঙ্ক ট্যাবলেটের বাজারজাত কবে উদ্বোধন করা হয়?
=২৬ নভেম্বর ২০০৬।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    38 Views
    by bdchakriDesk
    0 Replies 
    31 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]