Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4211
১.কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
=তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব।
২.’আমার সোনার বাংলা’ প্রথম গাওয়ার সাথে জাতীয় পতাকা কবে ও কোথায় উত্তোলন করা হয়?
=৩ মার্চ ১৯৭১; পল্টন (ঢাকা)।
৩.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
=ঢাকার ধানমন্ডিস্থ নিজ বাসভবনে; ২৩ মার্চ ১৯৭১ সালে।
৪.জাতীয় পতাকা সর্বপ্রথম কবে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়?
=২৩ মার্চ ১৯৭১ ।
৫.বাংলাদেশের বাইরে সর্বপ্রথম কোথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
=কলকাতাস্থ পাকিস্থানের ডেপুটি হাইকমিশনে।
৬.কলকাতাস্থ হাইকমিশনে কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
=১৮এপ্রিল ১৯৭১ সালে।
৭.প্রথম দিকে বাংলাদেশের পতাকায় লাল বৃত্তের মধ্যে কিসের প্রতীক ছিল?
=সোনালি রঙের বাংলাদেশের মানচিত্র।
৮.জাতীয় পতাকার রং কয়টি?
=২টি; লাল ও সবুজ।
৯.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
=১০:৬।
১০.বাসভবন, নৌযান, গাড়ি ও বিমানে কে কে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন?
=রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
১১.বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কোন দেশের পতাকার মিল রয়েছে?
=জাপান ও পালাউ।

জাতীয় সঙ্গীত
১.আমাদের জাতীয় সংগীতের রচয়িতা ও সুরকার কে?
=রবীন্দ্রনাথ ঠাকুর।
২.জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক কে?
=সৈয়দ আলী আহসান।
৩.বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম দুটি লাইন কি?
=আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাশিঁ।
৪.’আমার সোনার বাংলা’ কবিতার কতটুকু বাংলাদেশের জাতীয় সঙগীত হিসেবে গৃহীত হয়েছে?
=প্রথম ১০টি ছত্র।
৫.প্রথম কবে ‘আমার সোনার বাংলা’ প্রকাশিত হয়?
=১৯০৫ সালে।
৬.কোন পত্রিকায় সর্বপ্রথম এটি প্রকাশিত হয়?
=বঙ্গদর্শন পত্রিকায়।
৭.’আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা হয় কবে?
=৩ মার্চ ১৯৭১।
৮.’আমার সোনার বাংলা’ সংগীতে কয়টি ছত্র আছে?
=২৫ টি চরণ।
৯.২০০৬ সালে বিবিসির শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা গান নির্বাচিত হয় কোনটি?
=’আমার সোনার বাংলা---’।

    -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

    ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

    -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

    -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]