Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4208
১.পশ্চম আদমশুমারী ও গৃহগনণা কবে অনুষ্ঠিত হয়?
=১৫-১৯ মার্চ ২০১১।
২.পশ্চম আদমশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট কবে প্রকাশ হয়?
=১৬ জুলাই ২০১২ সালে।
৩.প্রথম জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন হয় কবে?
=১৯৭৬ সালে।
৪.বাংলাদেশের সমন্বিত জনসংখ্যা কত?
=১৪,৯৭,৭২,৩৬৪ জন।
৫.বাংলাদেশের প্রাক্কলিত জনসংখ্যা কত?
=১৫,২৫,১৮,০১৫ জন।
৬.বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
=১.৩৭%।
৭.বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
=প্রতি বর্গকিলোমিটারে ১,০১৫ জন।
৮.বাংলাদেশের নারী ও পুরুষের অনুপাত কত?
=১০০: ১০০.৩।
৯.দেশে স্বাক্ষরতার হার কত?
=৫১.৮%।
১০.জনসংখ্যায় বৃহত্তম বিভাগ কোনটি?
=ঢাকা; ৪,৯৩,২১,৬৮৮ জন।
১১.জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
=বরিশাল, ৮৬,৫২,৩২৪ জন।
১২.জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন বিভাগে?
=সিলেট বিভাগে (২.২১%)
১৩.জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে?
=বরিশাল বিভাগে (০.১৮%)।
১৪.পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক কোন বিভাগে?
=ঢাকায়, ১০৫: ১০০।
১৫.পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন কোন বিভাগে?
=চট্টগ্রামে; ৯৬:১০০।
১৬.কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব বেশি?
=ঢাকায়।
১৭.কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম?
=বরিশালে।
১৮.স্বাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে?
=বরিশালে; ৫৬.৮৮%।
১৯.স্বাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে?
=সিলেটে; ৪৫.০%।
২০.জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি?
=ঢাকা; ১,২৫,১৭,৩৬১ জন।
২১.জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?
=বান্দরবান; ৪,০৪,০৯৩ জন।
২২.বাংলাদেশের খানার সংখ্যা কত?
=৩,২১,৭৩,৬৩০ (অনুমিত)।
২৩.বাংলাদেশের খানা প্রতি গড় সদস্য কত?
=৪.৪ জন (অনুমিত)।
২৪.বাংলাদেশের প্রতিবন্ধি জনসংখ্যা কত?
=২০,১৬,৬১২ (মোট জনসংখ্যার ১.৪%)
২৫.বাংলাদেশের শহুরে জনসংখ্যা কত?
=২,৭৪,৬৮,৭৮৯ জন।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]