Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4207
১.ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কত ভাগে ভাগ করা হয়েছে?
=৩ ভাগে।
২.বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে সোপান অঞ্চল গঠিত?
=বরেন্দ্র, মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সোপান অঞ্চল গঠিত।
৩.বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত?
=বাংলাদেশের বিধৌত বিস্তীর্ণ সমভূমি।
৪.’সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
=বঙ্গোপসাগরে।
৫.বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
=ক্রান্তীয় অঞ্চলে।
৬.বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
=দিনাজপুর।
৭.টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে গঠিত?
=দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল।
৮.দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কোন কোন জেলায় অবস্থিত?
=রাঙামাটি, বান্দারবান, খাগড়াছড়ি, কক্সবাজার, ও চট্টগ্রাম।
৯.বাংলাদেশের পাহাড়ভূমির ভূমিরূপ কোন ভূত্বাত্তিক যুগের?
=টারশিয়ারি।
১০.টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কি দিয়ে গঠিত?
=টারশিয়ারি যুগের।
১১.টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কত ভাগে ভাগ করা হয়েছে?
=বেলে পাথর, শেল ও কর্দম দ্বারা।
১২.বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত?
=ভাওয়াল ও মধূপুরের বনভূমি।
১৩.ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলে?
=মধুপুরের গড়।
১৪.বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
=কিশোরগঞ্জ।
১৫.সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের আয়তন কত?
=৪,১০৩ বর্গ কিমি।
১৬.পার্বত্য চট্টগ্রামের পাহাড়শ্রেনীর উৎপত্তি হয়েছে কোন যুগে?
=টারশিয়ারি যুগে।
১৭.বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়?
=কক্সবাজার।
১৮.বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন?
=পাহাড়ি ভূমি।
১৯.বরেন্দ্রভূমির মাটির রং কীরূপ?
=ধূসর ও লাল বর্ণের।
২০.মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং কিরূপ?
=লালচে ও ধূসর।
২১.লালমাই পাহাড়ের অবস্থান কোথায়?
=কুমিল্লার লালমাই থেকে ময়নামতি পর্যন্ত আয়তন ৩৪ বর্গ কিমি ।
২২.সর্বপ্রথম বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন কত?
=১,২৪,২৬৬ বর্গকিলোমিটার (প্রায়)।

    -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

    ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

    -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

    -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]