Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4193
গম ও ভুট্টা
১.বর্তমানে বাংলাদেশের কোন জেলায় গম উৎপাদন বেশি হয়?
=ঠাকুরগাঁও।
২.বর্তমানে বাংলাদেশের কোন বিভাগে বেশি গম উৎপাদন হয়?
=রাজশাহী।
৩.বাংলাদেশের গম চাষ হয় কোন মৌসুমে?
=শীতকালে।
৪.বাংলাদেশের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
=নশিপুর, দিনাজপুর।
৫.গম কি ধরনের শস্য?
=রবি শস্য।

তেলবীজ
১.’সফল’ ও অগ্রণী’ কী?
=উন্নত জাতের সরিষা।
২.কিরণী ডিএস-১ কি?
=সূর্যমুখী তেলবীজের একটি উন্নত জাত।
৩.দেশের প্রধান প্রধান তেলবীজ গুলো কি কি?
=সরিষা, চীনাবাদাম, তিল, সূর্যমূখী, সয়াবিন, তিসি, নারিকেল, বাজনা, পীতরাজ প্রভৃতি।
৪.টি-৬ কি?
=একটি তেলবীজ।

তুলা
১.তুলা উন্নয়ন বোর্ড কবে গঠন করা হয়?
=১৪ ডিসেম্বর ১৯৭২।
২.তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তর কোথায়?
=ফার্মগেট, ঢাকা।
৩.তুলা উন্নয়ন বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীন?
=কৃষি মন্ত্রণালয়।
৪.সিবি-১০ কি?
=উন্নত জাতের তুলাবীজ।
৫.তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
=ঝিনাইদহ।

তামাক
১.কোন জেলায় বেশি তামাক উৎপন্ন হয়?
=কুষ্টিয়া জেলায়।
২.সুমাত্রা ও ম্যানিলা স্থান ছাড়া কোন জাতীয় শস্যের নাম?
=তামাক জাতীয় শস্য।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  205 Views
  by naser
  0 Replies 
  198 Views
  by naser
  0 Replies 
  230 Views
  by Jahidsoc14ku
  0 Replies 
  692 Views
  by Jahidsoc14ku
  0 Replies 
  310 Views
  by apple

  -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

  ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

  -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

  -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]