Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4192
জাতীয় প্রতীক
১.বাংলাদেশের জাতীয় প্রতীক কিরূপ?
=উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পার্শ্বে দুটি করে তারকা।
২.জাতীয় প্রতীক মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন লাভ করে কবে?
=২৮ ফেব্রুয়ারি ১৯৭২।
৩.বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
=কামরুল হাসান।
৪.জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানের কত অনুচ্ছেদে বর্ননা আছে?
=৪ (৩) অনুচ্ছেদে।
৫.জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী কে কে?
=রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
৬.জাতীয় প্রতীকের চারটি তারকা দিয়ে কি বোঝানো হয়?
=গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি।

জাতীয় মনোগ্রাম
১.বাংলাদেশের জাতীয় মনোগ্রাম কি?
=লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের ওপর দিকে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নিচে লেখা ‘সরকার’ এবং বৃত্তের দুপাশে দুটি করে মোট ৪টি তারকা।
২.বাংলাদেশের মনোগ্রাম কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
=সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র, ও বিজ্ঞপ্তিতে।
৩.বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
=এ. এন. সাহা।

জাতীয় পতাকা
১.বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
=চিত্রশিল্পী কামরুল হাসান।
২.জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?
=শিব নারায়ণ দাস।
৩.জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি হয় কখন?
=১৭ জানুয়ারি ১৯৭২।
৪.বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
=১৭ জানুয়ারি ১৯৭২।
৫.সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কি?
=সবুজ ক্ষেতের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
৬.বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে?
=২ মার্চ ১৯৭১ সালে।
৭.বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
=ঢাকা বিশ্ববিধ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    573 Views
    by romen
    0 Replies 
    914 Views
    by romen
    0 Replies 
    909 Views
    by romen
    0 Replies 
    125 Views
    by raja
    0 Replies 
    62 Views
    by raja

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]