Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4179
১.দেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কবে?
=৭ এপ্রিল ১৯৭৯ সালে।
২.EPI –এর পূর্ণরূপ কী?
=Expanded Programme on Immunization.
২.প্রথম জাতীয় টিকা আবিষ্কার হয় কবে?
=১৬ মার্চ ১৯৯৫ এবং ১৬ এপ্রিল ১৯৯৬ সালে।
৩.গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয় কবে?
=১৭৯৬ সালে।
৪.PVC–এর পূর্ণরূপ কী?
=Pneumococcal Conjugate Vaccine.
৫.IPV –এর পূর্ণরূপ কী?
=Inactivated Polio Vaccine.
৬.BCG –এর পূর্ণরূপ কী?
=Bacille Calmette Guerin.
৭.DPT –এর পূর্ণরূপ কী?
=Diptheria Pertussis Tetanus.
৮.OPV –এর পূর্ণরূপ কী?
=Oral Polio Vaccine.
৯.TT–এর পূর্ণরূপ কী?
=Tetanus Toxoid.
১০.পোলিও টিকা কবে আবিষ্কৃত হয়?
=১৯৫২ সালে।
১১.মুখে খাওয়ার পোলিও টিকা কবে আবিষ্কৃত হয়?
=১৯৬২ সালে।
১২.বিনামূল্যে কতটি রোগের টিকা সরবরাহ করা হয়?
=১০টি।

বাংলাদেশ টিকাদান কর্মসূচি
রোগের নাম – টিকা চালু
যক্ষা, ডিপথেরিয়া, হুপিংকাশি, পোলিওমাইলাইটিস ও ধনুষ্টংকার – ৭ এপ্রিল ১৯৭৯
হেপাটাইটিস-বি – ২০০৩
হিমোফাইলিস ইনফ্লয়েঞ্জা – ২০০৯
হাম-রুবেলা – ২০১২
নিউমোনিয়া – ২১ মার্চ ২০১৫

বিভিন্ন রোগের টিকা
টিকার নাম – সংশ্লিষ্ট রোগ
বিসিজি টিকা – যক্ষ্মা
পোলিও টিকা – পোলিও-মাইলাইটিস
পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন - ডিপথেরিয়া, হুপিংকাশি, পোলিওমাইলাইটিস ও ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি ইত্যাদি
পিসিভি টিকা – নিউমোকক্কাল নিউমোনিয়া
এমআর ভ্যাকসিন – হাম ও রুবেলা
হামের টিকা – হাম
টিটি - ধনুষ্টংকার
    Similar Topics

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]