Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4175
১.বাংলাদেশের সীমারেখা কি?
=বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম; পূর্বে আসাম, ত্রিপুরা, ও মিজোরাম এবং মিয়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
২.বাংলাদেশের আয়তন কত?
=১,৪৭,৫০ বর্গ কিমি।
৩.১ নটিক্যাল মাইলে কত কিমি?
=১.৮৫২ কিমি।
৪.আয়তনে বাংলাদেশ বিশ্বে কততম?
=৯০ তম, ৯১ তম, ৯৫ তম।
৫.দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম?
=চতুর্থ।
৬.বাংলাদেশের উত্তরে ভারতে কোন কোন প্রদেশ অবস্থিত?
=পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।
৭.বাংলাদেশের পূর্বে ভারতের কোন কোন দেশ অবস্থিত?
=আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
৮.বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমানা কি?
=আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার।
৯.বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
=পশ্চিমবঙ্গ।
১০.বাংলাদেশের দক্ষিণের সীমানা কি?
=বঙ্গোপসাগর।
১১.বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে?
=আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
১২.বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি কবে, কোথায় স্বাক্ষরিত হয়?
=১৬ মে ১৯৭৪, নয়াদিল্লি, ভারত।
১৩.বাংলাদেশের জাতীয় সংসদের স্থল সীমান্ত চুক্তি পাস হয় কবে?
=২৩ নভেম্বর ১৯৭৪।
১৪.বাংলাদেশের সংবিধানের কত তম সংশোধনীর মাধ্যমে স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
=৩য় সংশোধনী।
১৫.বাংলাদশে-ভারত স্থলসীমান্ত চুক্তি কার্যকর হয় কবে?
=৬ জুন ২০১৫ সালে।
১৬.বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় বা বিলুপ্ত হয় কবে?
=১ আগস্ট ২০১৫।
১৭.বাংলাদেশ ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ছিটমহল ইস্যুতে বাংলাদেশ কতটি ছিটমহল লাভ করে?
=১১১ টি ছিটমহল।
১৮.বাংলাদেশ ভারত স্থল সীমান্ত বাস্তবায়নে ছিটমহল ইস্যুতে বাংলাদেশ কি পরিমাণ জমি লাভ করে?
=৭,১১০.০২ একর।
১৯.বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কে, কে স্বাক্ষর করেন?
=শেখ মুজিবুর রহমান, ও ভারতের ইন্দিরা গান্ধী।
২০.বাংলাদেশ-ভারত স্তলসীমান্ত চুক্তি বাস্তবায়নে অপদখলীয় জমি ইস্যুতে ভারত কি পরিমাণ জমি লাভ করে?
=২,৭৭৭.০৩৮ একর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    215 Views
    by raja
    0 Replies 
    278 Views
    by raja
    0 Replies 
    579 Views
    by apple
    0 Replies 
    1075 Views
    by romen
    0 Replies 
    1060 Views
    by romen

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]