Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4165
১.মুদ্রা কি?
=মুদ্রা হলো দ্রব্য ও সেবার বিনিময়ে এবং ধার পরিশোধে সর্বসাধারণের গ্রহণযোগ্য উপাদান।
২.উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রা আইন পাস হয় কবে?
=১৮৩৫ সালে।
৩.উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে?
=লর্ড ক্যানিং।
৪.বাংলাদেশের মুদ্রার নাম কি?
=টাকা।
৫.দি বাংলাদেশ কয়েনেজ অর্ডার জারি হয় কখন?
=২৪ জুলাই ১৯৭২।
৬.দেশে নোট প্রচলন করে কোন ব্যাংক?
=বাংলাদেশ ব্যাংক।
৭.দেশে প্রথম কত মূল্যমানের নোট ছাড়া হয়?
=১ টাকা এবং ১০০ টাকা।
৮.বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় কখন?
=১৫ সেপ্টেম্বর ১৯৭৩।
৯.১০ টাকার পলিমার নোট কবে চালু করা হয়?
=১৪ ডিসেম্বর, ২০০০।
১০.১০ টাকার পলিমার নোট কোন দেশ থেকে প্রথম ছাপানো হয়?
=অস্ট্রেলিয়া।
১১.বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার কে?
=কে জি মুসতাফা।
১২.বাংলাদেশে কয় ধরণের কাগজের নোট চালু আছে?
=১০ ধরনের।
১৩.বাংলাদেশে বর্তমানে সরকারি নোট কতটি?
=৩টি।
১৪.সরকারি নোটে কার স্বাক্ষর থাকে?
=অর্থসচিবের।
১৫.বর্তমানে ব্যাংক নোট কতটি?
=৭টি।
১৬.ব্যাংক নোটে কে স্বাক্ষর করেন?
=বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।
১৭.১০০০ টাকার নোট প্রথম বাজারে আসে কবে?
=২৭ অক্টোবর ২০০৮।
১৮.১০ টাকার পলিমার নোট কবে চালু করা হয়?
=১৪ ডিসেম্বর ২০০০।
১৯.৫০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে?
=রাজশাহীর বাঘা মসজিদের?

সরকারি ৩ টি নোট
নোট – সরকারি
১ টাকা = ১৯৭২ সালে
২ টাকা =১৯৯৮ সালে
৫ টাকা = ২০১৫ সালে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1097 Views
    by apple
    0 Replies 
    1883 Views
    by romen
    0 Replies 
    2062 Views
    by romen
    0 Replies 
    1476 Views
    by romen
    0 Replies 
    1223 Views
    by raja

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]