Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4164
১.বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোথায় অবস্থিত?
=খুলনা, মোংলা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ঢাকা।
২.খুলনা শিপইয়ার্ড বর্তমানে কার অধীনে?
=বাংলাদেশ নৌবাহিনী।
৩.বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি?
=খুলনা শিপইয়র্ড লিমিটেড।
৪.খুলনা শিপইয়র্ড লিমিটেডের কার্যক্রম শুরু হয় কবে?
=১৯৫৪ সালে।
৫.আনন্দ শিপইয়র্ড লিমিটেড কবে বাংলাদেশে প্রথম ক্লাসশিপ তৈরি করে?
=১৯৯২ সালে।
৬.ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কোথায় অবস্থিত?
=কেরানীগঞ্জ, ঢাকা।
৭.বাংলাদেশ কবে, কোন দেশে জাহাজ রপ্তানি করে?
=১৫ মে ২০০৮’ ডেনমার্ক।
৮.বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজটির নাম কি?
=স্টেলা মেরিস।
৯.বাংলাদেশের কোন কোম্পানি এ জাহাজ রপ্তানি করে?
=আনন্দ শিপইয়র্ড লিমিটেড।
১০.ওয়েস্টার্ন মেরিন শিপইয়র্ড যাত্রা শুরু করে কবে?
=১৯৯৪ সালে।
১১.আনন্দ শিপইয়ার্ড বাংলাদেশে প্রথম কবে কোস্টাল নির্মাণ করে?
=১৯৯৮ সালে।

জাহাজ নির্মাণকারী কিছু প্রতিষ্ঠান
নাম – অবস্থান
খুলনা শিপইয়র্ড লিমিটেড – লবণ চরা, খুলনা
চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড – পতেঙ্গা, চট্টগ্রাম
নারায়ণগঞ্জ ড্রাইডক -নারায়ণগঞ্জ
ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস – কেরানীগঞ্জ, ঢাকা
আনন্দ শিপইয়র্ড লিমিটেড – নারায়ণগঞ্জ
কর্ণফূলি ডকইয়ার্ড অ্যান্ড মেরিন ওয়ার্কস প্রা. লিমিটেড – পটিয়া, চট্টগ্রাম
এফ অ্যান্ড এফ শিপিং রিসাইক্লিং – সীতাকুন্ড, চট্টগ্রাম
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]