- Sun Nov 08, 2020 10:46 am#4163
১.বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কবে?
=১৯৭৪ সালে।
২.বর্তমানে প্রাথমিক শিক্ষাস্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি?
=২৯টি।
৩.শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষাপোকরণ কোনটি?
=চার্ট ও মডেল।
৪.প্রাথমিক শিক্ষার গুণাগুণ উন্নয়নে কোনটির ভূমিকা সবচেয়ে বেশি?
=প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক।
৫.বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
=১ জানুয়ারি ১৯৯২ সালে।
৬.দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে কবে?
=১ জানুয়ারি ১৯৯৩।
৭.কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে?
=কুদরত-এ-খুদা কমিশন, ১৯৭৪ সালে।
৮.সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন শ্রেনী থেকে ইংরেজি ভাষা শেখানো হয়?
=প্রথম শ্রেনী।
৯.প্রাথমিক স্তরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেনী থেকে?
=তৃতীয় শ্রেনী।
১০.প্রাথমিক শিক্ষা আইন কোন সালে পাস হয়?
=১৯৯০ সালে।
১১.ক্ল্যাস্টারিং পদ্ধতিতে প্রশিক্ষণ দেন কে?
=পিটিআই ইন্সস্ট্রাক্টর।
১২.বয়স্ক শিক্ষাকে মূলত কি শিক্ষা নামে আখ্যায়িত করা হয়েছে?
=উপ-আনুষ্ঠানিক শিক্ষা।
১৩.বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
=৬-১০+ বছর।
১৪.বাংলাদেশের প্রাক-প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
=৩-৫+ বছর।
১৫.কখন থেকে দেশে পূর্নাঙ্গ ভাবে গণশিক্ষা কার্যক্রম চালু হয়?
=১৯৮৭ সাল থেকে।
১৬.প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করা হয় কবে?
=২৮ সেপ্টেম্বর ২০০২।
১৭.১৯৭৩ সালে কয়টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়?
=৩৬,১৬৫টি।
১৮.’কিন্ডারগার্ডেন’ শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
=জার্মান।
=১৯৭৪ সালে।
২.বর্তমানে প্রাথমিক শিক্ষাস্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি?
=২৯টি।
৩.শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষাপোকরণ কোনটি?
=চার্ট ও মডেল।
৪.প্রাথমিক শিক্ষার গুণাগুণ উন্নয়নে কোনটির ভূমিকা সবচেয়ে বেশি?
=প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক।
৫.বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
=১ জানুয়ারি ১৯৯২ সালে।
৬.দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে কবে?
=১ জানুয়ারি ১৯৯৩।
৭.কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে?
=কুদরত-এ-খুদা কমিশন, ১৯৭৪ সালে।
৮.সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন শ্রেনী থেকে ইংরেজি ভাষা শেখানো হয়?
=প্রথম শ্রেনী।
৯.প্রাথমিক স্তরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেনী থেকে?
=তৃতীয় শ্রেনী।
১০.প্রাথমিক শিক্ষা আইন কোন সালে পাস হয়?
=১৯৯০ সালে।
১১.ক্ল্যাস্টারিং পদ্ধতিতে প্রশিক্ষণ দেন কে?
=পিটিআই ইন্সস্ট্রাক্টর।
১২.বয়স্ক শিক্ষাকে মূলত কি শিক্ষা নামে আখ্যায়িত করা হয়েছে?
=উপ-আনুষ্ঠানিক শিক্ষা।
১৩.বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
=৬-১০+ বছর।
১৪.বাংলাদেশের প্রাক-প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
=৩-৫+ বছর।
১৫.কখন থেকে দেশে পূর্নাঙ্গ ভাবে গণশিক্ষা কার্যক্রম চালু হয়?
=১৯৮৭ সাল থেকে।
১৬.প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করা হয় কবে?
=২৮ সেপ্টেম্বর ২০০২।
১৭.১৯৭৩ সালে কয়টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়?
=৩৬,১৬৫টি।
১৮.’কিন্ডারগার্ডেন’ শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
=জার্মান।