Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4162
১.কোনো দেশের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে গণনা করাকে কি বলে?
=আদমশুমারি।
২.আদমশুমারি পরিচালনা করে কোন সংস্থা?
=বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৩.স্বাধীনতার পর প্রথম আদম শুমারী কবে অনুষ্ঠিত হয়?
=১৯৭৪ সালে।
৪.অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি শুরু হয়?
=১৯৭২ সালে।
৫.বাংলায় প্রথম দশ বছর ভিত্তিক আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?
=১৯৭২ সালে।
৬.আদমশুমারী কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
=১০ বছর।

আদমশুমারী রিপোর্টে ধর্মভিত্তিক জনসংখ্যা (%)
জাতি – ১৯৭৪ – ১৯৮১ – ১৯৯১ – ২০০১ – ২০১১
মুসলিম – ৮৫.৪০ – ৮৬.৬৫ – ৮৮.৩০ – ৮৯.৫৮ – ৯০.৩৯
হিন্দু – ১৩.৫৩ – ১২.১৩ – ১০.৫১ – ৯.৩৩ – ৮.৫৪
বৌদ্ধ – ০.৬১ – ০.৬২ – ০.৫৯ – ০.৬২ – ০.৬২
খ্রিষ্টান – ০.৩০ – ০.৩১ – ০.৩৩ – ০.৩১ – ০.৩১
অন্যান্য – ০.১৬ – ০.২৯ – ০.২৭ – ০.১৫ – ০.১৪

স্বাধীনতা-পূর্ব জনসংখ্যা
সাল – জনসংখ্যা (জন) – বৃদ্ধির হার (%)
১৯০১ – ২,৮৯,২৮,০০০ –
১৯১১ – ৩,১৫,৫৫,০৫৬ – ০.৯৪
১৯২১ – ৩,৩২,৫৪,০৯৬ – ০.৬০
১৯৩১ – ৩,৫৬,০৪,১৭০ – ০.৭৪
১৯৪১ – ৪,১৯,৯৭,২৯৭ – ১.৭০
১৯৫১ – ৪,৪১,৬৫,৭৪০ – ০.৫০
১৯৬১ – ৫,৫২,২২,৬৬৩ – ২.২৬

স্বাধীন বাংলাদেশে আদমশুমারি
কততম সাল – সাল – জনসংখ্যা (জন) – বৃদ্ধির হার (%)
প্রথম – ১৯৭৪ – ৭,৬৩,৯৮,০০০ – ২.৪৮
দ্বিতীয় – ১৯৮১ -৮,৯৯,১২,০০০ – ২.৩৫
তৃতীয় – ১৯৯১ – ১১,১৪,৫৫,১৮৫ – ২.১৭
চতুর্থ – ২০০১ – ১৩,০৫,২২,৫৯৮ – ১.৫৯
পঞ্চম – ২০১১ – ১৪,৯৭,৭২,৩৬৪ – ১.৩৭
ষষ্ঠ – ২০২১ - --- -
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4391 Views
    by shanta
    0 Replies 
    7359 Views
    by bdchakriDesk
    0 Replies 
    22646 Views
    by tasnima
    0 Replies 
    4008 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2274 Views
    by apple

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]