Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4157
১.বাংলাদেশের নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা?
=সাংবিধানিক সংস্থা।
২.নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত বছর?
=পাঁচ বছর।
৩.বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয় কবে?
=১৯৭২ সালে।
৪.নির্বাচন কমিশনকে কবে রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে নেয়া হয়?
=২৭ মে ১৯৮২ সালে।
৫.নির্বাচন কমিশনকে কবে পুনরায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নেয়া হয়?
=১০ অক্টোবর ১৯৯১ সালে।
৬.স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়ের যাত্রা শুরু হয় কবে?
=৫ মার্চ ২০০৮।
৭.নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় কবে?
=১৯৯৫ সালে।
৮.নির্বাচন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট কোথায় অবস্থিত?
=আগারগাঁও, ঢাকা।
৯.নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট কবে নির্বাচন কমিশন সচিবালয়ের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়?
=১ এপ্রিল ১৯৯৯।
১০.বাংলাদেশ নির্বাচন কমিশন কোথায় অবস্থিত?
=শেরেবাংলা নগর, ঢাকা।
১১.নির্বাচন কমিশনের পক্ষে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়াদি সম্পাদন করেন কে?
=আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
১২.বাংলাদেশের নির্বাচন কমিশন কিভবে গঠিত হবে?
=প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক ৪ জন নির্বাচন কমিশনার নিয়ে।
১৩.স্বাধীনতার পূর্বে প্রাদেশিক নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যালয় কোথায় ছিল?
=মোমেনবাগ, ঢাকা।
১৪.প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন?
=রাষ্ট্রপতি।
১৫.প্রধান নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান কে?
=প্রধান বিচারপতি।
১৬.প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগপত্র পেশ করতে হবে?
=রাষ্ট্রপতির নিকট।
১৭.বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা বষিয়ক বিধান রয়েছে?
=১১৮ অনুচ্ছেদে।
১৮.রাষ্ট্রপতি সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দেন?
=১১৮ নং(১) অনুচ্ছেদে।
১৯.সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্বের কথা উল্লেখ আছে?
=১১৯ (১) ও ১১৯ (২) অনুচ্ছেদে।
২০.বাংলাদেশের প্রথম নারী রিটার্নিং কর্মকর্তা কে?
=বেগম ভিকারুন নেছা ও শাহিন আহমেদ চৌধুরী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1622 Views
    by bdchakriDesk
    0 Replies 
    782 Views
    by rana
    0 Replies 
    1065 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2103 Views
    by mousumi
    1 Replies 
    986 Views
    by bdchakriDesk

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]