Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4144
এসএসএফ
১.এসএসএফ প্রতিষ্ঠিত হয় কবে?
=১৫ জুন ১৯৮৬ সালে।
২.SSF এর পূর্নরূপ কি?
=Special Security Force.
৩. SSF কোন মন্ত্রণালয়ের অধীন?
=প্রধানমন্ত্রীর কার্যালয়।
৪. SSF এর পূর্ব নাম কি ছিল?
=প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স।
৫. SSF কাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত?
=রাষ্ট্র ও সরকার ঘোষিত ভিআইপিদের।
৬. SSF এর সদর দপ্তর কোথায়?
=তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

পিজিআর
১.পেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয় কবে?
=৫ জুলাই ১৯৭৫ সালে।
২.PGR এর পূর্ণরূপ কি?
=President Guard Regiment.
৩.পিজিআর কবে স্বতন্ত্র রেজিমেন্টের মর্যাদা লাভ করে?
=জুন ২০১৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ফরমেশন সাইন গ্রহণের মাধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট একটি স্বতন্ত্র রেজিমেন্টের মর্যাদা লাভ করে। ৫ জুলাই ১৯৭৫ সালে পিজিআর গঠিত হলেও এ বাহিনীর কোনো ফরমেশন সাইন ছিল না।

বাংলাদেশের গোয়েন্দা সংস্থা
নাম – যে সংস্থার গোয়েন্দা
অপরাধ তদন্ত বিভাগ – বাংলাদেম পুলিশ
বিশেষ শাখা – বাংলাদেশ পুলিশ
পুলিশ ইন্টারন্যাশনাল ওভারসাইজ – বাংলাদেশ পুলিশ
ডিটেকটিভ ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ইউনিট – বাংলাদেশ পুলিশ
ডিটেকটিভ অ্যান্ড ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ – ঢাকা মহানগর পুলিশ
র‌্যাব ইন্টালিজেন্স উইং – র‌্যাব
ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট – বাংলাদেশ ব্যাংক
সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট – জাতীয় রাজস্ব বোর্ড
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর – সামরিক বাহিনী
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা – বাংলাদেশ সরকার
সামরিক গোয়েন্দা শাখা – সামরিক বাহিনী
ডিরেক্টরেট অব নেভাল ইন্টেলিজেন্স – বাংলাদেশ নৌবাহিনী
অফিস অব এয়ার ইন্টেলিজেন্স – বাংলাদেশ বিমানবাহিনী
বর্ডার সিকিউরিটি ব্যুরো – বর্ডার গার্ড বাংলাদেশ
    Similar Topics

    Career opportunity Yihua Machinery Ltd. is th[…]

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]