Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4125
১.বিনিয়োগ কাকে বলে?
=ভোগব্যয় বাদ দেয়ার পর জাতীয় আয়ের যে অংশ অবশিষ্ট থাকে তা-ই বিনিয়োগ।
২.বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে?
=যুক্তরাষ্ট্র।
৩.বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ?
=যুক্তরাষ্ট্র।
৪.ট্রেড ইউনিয়ন কি?
=শ্রমিক সংগঠন।
৫.বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে কোন খাত থেকে?
=তৈরি পোশাক থেকে।
৬.বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রসারে নিয়োজিত সংস্থা কোনটি?
=রপ্তানি উন্নয়ন ব্যুরো।
৭.বাংলাদেশের সাথে কোন দেশের বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কোন কূটনৈতিক সম্পর্ক নেই?
=তাইওয়ানের।
৮.বাংলাদেশের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক কোনো সম্পর্ক নেই কোন দেশের?
=ইসরাইলের।
৯.বাংলাদেশে বৈদেশিক সাহায্যে শীর্ষে কে?
=এডিবি।
১০.বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ কোনটি?
=জাপান।
১১.বাংলাদেশে বৈদেশিক সাহায্যে শীর্ষ দেশ কোনটি?
=জাপান।
১২.বাংলাদেশের ঋণদাতা দেশের মধ্যে শীর্ষ দেশ কোনটি?
=জাপান।
১৩.বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্মসূচি যাত্রা শুরু করে কবে?
=১ সেপ্টেম্বর ২০১৬।
১৪.BIDA এর পূর্ণরূপ কি?
=Bangladesh Investment Development Authority.
১৫.বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন?
=প্রধানমন্ত্রীর কার্যালয়।
১৬.বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন বিলুপ্ত হয় কবে?
=১ সেপ্টেম্বর ২০১৬।
১৭.বাংলাদেশের উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ জাতীয় সংসদে পাশ হয় কবে?
=২৫ জুলাই ২০১৬।
১৮.বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?
=জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা।

বিশ্ব বিনিয়োগ রিপোর্টে বাংলাদেশ
প্রকাশকাল – মোট বিনিয়োগ – বিনিয়োগে শীর্ষ দেশ
২১ জুন ২০১৬ – ২২৩ কোটি ৫৪ লাখ – যুক্তরাষ্ট্র
৭ জুন ২০১৭ – ২৩৩ কোটি ৩০ লাখ – সিঙ্গাপুর
৬ জুন ২০১৮ – ২১৫ কোটি ১৬ লাখ – যুক্তরাজ্য
১২ জুন ২০১৯ – ৩৬১ কোটি ৩০ লাখ – চীন
১৬ জুন ২০২০ – ১৬০ কোটি – চীন

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]