Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4104
১.’প্রাকৃতিক দুর্যোগ’ কি?
=মানুষের আর্থ-সামাজিক অবস্থার ওপর প্রতিকূল প্রভাব রয়েছে এমন যে কোনো প্রাকৃতিক ঘটনাই প্রাকৃতিক দুর্যোগ।
২.প্রাকৃতিক দুর্যোগ কয় ভাগে বিভক্ত?
=৩ ভাগে।
৩.হেলেন নামক ঘূর্নিঝড় কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়?
=দক্ষিণ বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জ থেকে।
৪.সাইক্লোন শব্দটি কোন ভাষা থেকে এসছে?
=গ্রিক ‘কাইক্লোস’ শব্দ থেকে। এর অর্থ সাপের কুন্ডলী।
৫.দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কি?
=স্পারসো।
৬.১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্কারী ঝড়ে কি পরিমাণ লোক প্রাণ হারায়?
=দুই লক্ষ (প্রায়)।
৭.আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
=প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৮.১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশে আসা মার্কিন টাস্কফোর্সের নাম কি?
=অপারেশন সি-এঞ্জেল।
৯.বাংলাদেশে সাধারণত কখন কখন ঝড় হয়?
=এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বরের প্রথম দিকে।
১০.সুনামি কোন ভাষার শব্দ?
=জাপান।
১১.সুনামি আঘাত হানে কবে?
=২৬ ডিসেম্বর ২০০৪।
১২.সিডর আঘাত হানে কবে?
=১৫ নভেম্বর ২০০৭।
১৩.সিডর কোন ভাষার শব্দ?
=সিংহলি।
১৪.সিডর শব্দের অর্থ কি?
=চোখ।
১৫.নার্গিস আঘাত হানে কবে?
=২ মে ২০০৮।
১৬.নার্গিস কোন ভাষার শব্দ?
=ফারসি ভাষার।
১৭.রেশমি শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
=রেশম।
১৮.রেশমি আঘাত হানে কবে?
=২৬ অক্টোবর ২০০৮।
১৯.আইলা আঘাত হানে কবে?
=২৫ মে ২০০৯।
২০.আইলা শব্দের অর্থ কি?
=ডলফিন।
২১.আইলা কোন ভাষার শব্দ?
=মালদ্বীপের দিবেহী।
২২.বিজলী আঘাত হানে কবে?
=১৭ এপ্রিল ২০০৯।
২৩.২০০৯ সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি?
=ওয়ার্ড।
২৪.ওয়ার্ড কোন ভাষার শব্দ?
=ওমানীয়।
২৫.ওয়ার্ড এর অর্থ কি?
=ফুল।
২৬.ঘূর্ণিঝড় মোরা আঘাত হানে কবে?
=৩০ মে ২০১৭।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]