Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4103
১.বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধবিহার কোনটি?
=শালবন বিহার।
২.শালবন বিহারের পূর্ব নাম কি ছিল?
=ভবদেব মহাবিহার।
৩.শালবন বিহারের নির্মাণকাল কত?
=১ম নির্মাণ যুগ ৬ষ্ঠ শতক এবং শেষ নির্মাণ যুগ ১২শ শতক বলে প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন।
৪.সীতাকোট বিহার কবে নির্মিত?
=গঠনশৈলী থেকে অনুমান করা হয় সাত-আট শতকে তৈরি।
৫.মাটি খুঁড়ে কোন বিহার প্রথম আবিষ্কার করা হয়?
=পাহাড়পুর।
৬.কে কবে প্রথম পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন?
=বুকানন হ্যামিল্টন; ১৮০৭ ও ১৮১২ সালে।
৭.কবে পাহাড়পুরকে সংরক্ষিত পুরাকৃর্তী ঘোষণা করা হয়?
=১৯১৯ সালে।
৮.কার নেতৃত্বে পাহাড়পুর সর্বপ্রথম পরীক্ষামূলক খনন কাজ শুরু করা হয়?
=আলেকজান্ডার কানিং হাম।
৯.ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ, বরেন্দ্র রিসার্চ সোসাইটি এবং কলকাতা বিশ্ববিধ্যালয় যৌথভাবে কবে পাহাড়পুর খনন শুরু করে?
=১৯২৩ সালে।
১০.সোমপুর বিহারে কোন যুগের তাম্রলিপি পাওয়া গেছে?
=১৫৯ গুপ্তাব্দের বা ৪৭৯ খ্রিষ্ট্রাব্দের।
১১.ভাসু বিহারের অপর নাম কি?
=পো-সি-পো বিহার।
১২.চীনের পরিব্রাজক হিউয়েন সাঙ কবে পো-সি-পো বিহার পরিদর্শন করেন?
=৬৩৯-৬৪৫সালে।
১৩.কে কবে ভাসু বিহারকে হিউয়েন সাঙ বর্নিত প্রো-সি-পো বিহার বলে শনাক্ত করেন?
=আলেকজান্ডার কানিং হাম।
১৪.ভাসু বিহারের পশ্চিমে কোন বৌদ্ধ বিহার অবস্থিত?
=বিহার ধাপ।

প্রাচীন বৌদ্ধ বিহার ও তার অবস্থান
বিহার – নির্মাণকাল – নির্মাতা – অবস্থান
শালবন বিহার – ৬ষ্ঠ শতক – শ্রী ভবদেব – ময়নামতি, কুমিল্লা
ভাসু বিহার – ৭ শতক – শিবগঞ্জ, বগুড়া
সীতাকোট বিহার – ৭ম-৮ম শতক – নবাবগঞ্জ, দিনাজপুর
আনন্দ বিহার – ৭ বা ৮ শতক – শ্রী আনন্দ দেব – লালমাই, ময়নামতি, কুমিল্লা
পাহাড়পুর – ৮-৯ শতক – ধর্মপাল – বদলগাছি, নওগাঁ
জগদ্দল বিহার – রাজা রামপাল – রামাবতী, নওগাঁ
হলুদ বিহার – বদলগাছি, নওগাঁ
চাপড়াকোট বিহার – বদরগঞ্জ, রংপুর
ভোজবিহার – কোটবাড়ি, কুমিল্লা
মহামুণি বিহার – রাউজান, চট্টগ্রাম
রাজবন বৌদ্দ বিহার – রাঙামাটি
গোকুল বিহার – মহাস্থানগড়, বগুড়া
সীমা বৌদ্ধ বিহার - পটুয়াখালী
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]