Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4089
১.দেশের নারীদের প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কি?
=বেগম।
২.’বেগম’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে?
=২০ জুলাই ১৯৪৭।
৩.বেগম পত্রিকার দ্বিতীয় সম্পাদক কে?
=নূরজাহান বেগম।
৪.দৈনিক ইত্তেকাফ পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
=তফাজ্জল হোসেন।
৫.’পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
=সঞ্জয় ভট্টাচার্য।
৬.সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
=মোহাম্মদ নাসিরউদ্দিন।
৭.মাসিক সময়কাল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
=সিকান্দার আবু জাফর।
৮.কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল?
=সমকাল।
৯.মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কি ছিল?
=শিখা।
১০.কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়?
=ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১১.মোসলেম ভারত নামে সাহিত্য পত্রিকার সম্পাদক কে?
=মোজাম্মেল হক।
১২.বাংলা সাহিত্যের কথারীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
=সবুজপত্র।
১৩.সবুজ পত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রনী ভূমিকা রেখেছে?
=চলিতভাষা।
১৪.শ্রীরামপুর মিশনারীদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়?
=সমাচার দর্পন।
১৫.কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সমন্ধে লেখা হতো?
-সুধাকর।
১৬.ড. মুহম্মদ শহীদুল্লার সম্পাদনায় শিশু পত্রিকাটির নাম কি?
=আঙুর।
১৭.রীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছেন?
=ধূমকেতু।
১৮.থিয়েটার পত্রিকার সম্পাদক কে?
=রামেন্দু মজুমদার।
১৯.’নারীশক্তি’ নামক পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?
=ডা. লুৎফর রহমান।
২০.’ভারতী’ পত্রিকা কে সম্পাদনা করেন?
=স্বর্ণকুমারী দেবী।
২১.হৈমন্তী গ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
=সবুজপত্র।
২২.মোহাম্মদী পত্রিকা পুনরায় প্রকাশিত হয় কবে?
=১৯২৭ সাল থেকে।
২৩.নবযুগ পত্রিকার মালিক ও পরিচালক কে ছিলেন?
=এ কে ফজলুল হক।
২৪.বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?
=দিগদর্শন।
২৫.কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি?
=ধূমকেতু।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4289 Views
    by rana
    0 Replies 
    2269 Views
    by rana
    0 Replies 
    3699 Views
    by rajib
    0 Replies 
    4705 Views
    by tasnima
    0 Replies 
    3239 Views
    by kajol

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]