Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4085
১.আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি?
-Ministry of Law, Justice and Parliamentary Affairs.
২.বাংলাদেশের জেলা সদরে দলিল নিবন্ধনের অফিস প্রতিষ্ঠা করা হয় কবে?
-১ জানুয়ারি ১৯৭৬ সালে।
৩.FIR এর পূর্ণরূপ কি?
-First Information Report.
৪.৫৪ ধারা কি?
-বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেফতার করার ক্ষমতা।
৫.১৪৪ ধারা কি?
-মানুষের চলাচল, আচরণ এবং কর্মকান্ডের ওপর বিধি নিষেধ বা নিয়ন্ত্রণ।
৬.৪২০ ধারা কি?
- বাংলাদেশ পিনাল কোড এর একটি ধারা, যেখানে প্রতারণার জন্য শাস্তির বিধান রয়েছে?
-১৮৭৮ সালে।
৭.বর্তমানে বাংলাদেশে কার্যকরী বিস্ফোরক আইন কবে পাস হয়?
-১৮৮৪ সালে।
৮.বাংলাদেশের বলবৎযোগ্য ‘সরকারি গোপনীয়তা আইন’ কবে প্রচলিত হয়?
-১৯২৩ সালে।
৯.জাতীয় সংসদের ভবঘুরে ও নিরাশ্রম ব্যক্তি আইন কবে পাস হয়?
-২০১১ সালে।
১০.বাংলাদেশে গৃহীত State Acquisition and Tenancy Act কোন সালে পাস হয়?
-১৯৫০ সালে।
১১.স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন পাস হয় কবে?
-১৯৫২ সালে।
১২.কোন সালে বাংলাদেশ নিজ সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত আইন প্রণয়ন করে?
-১৯৭৪ সালে।
১৩.বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় কবে?
-১৯৭৪ সালে।
১৪.জাতীয় সংসদে যৌতুক বিরোধ আইন প্রণীত হয় কবে?
-২০১৮ সালে।
১৫.পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়?
-১৯৮৫ সালে।
১৬.জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য আইন’ কবে পাস হয়?
-২০১৮ সালে।
১৭.জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইন কবে পাস হয়?
-২০০৯ সালে।
১৮.নারীর ক্ষমতায়নে এক ধাপ বাবার নামের পরেই মায়ের নাম লেখার সিদ্ধান্ত গৃহীত হয় কবে?
-২৪ আগস্ট ২০০০।
১৯.অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন কবে জাতীয় সংসদ পাস হয়?
-৮ এপ্রিল ২০০১।
২০.জন্ম-মৃত্যু নিবন্ধন আইন সংসদে পাস হয় কবে?
-৭ ডিসেম্বর ২০০৪।
২১. জন্ম-মৃত্যু নিবন্ধন আইন কার্যকর হয় কবে?
-৩ জুলাই ২০০৬
২২.বাংলাদেশের সামিরিক আইন কে জারি করেন?
-খন্দকার মোশতাক আহমেদ।
২৩.ভূমি রেজিস্টার আইন কবে কার্যকর হয়?
-১ জুলাই ২০০৫।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]