Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4084
১.বাংলাদেশের জাতীয় মাছ কি?
-ইলিশ।
২.বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পন্য হিসেবে স্থান করে নেয়?
-আশির দশক।
৩.ফিশ মিউজিয়াম অ্যান্ড বায়োডাইভার্সিটি সেন্টার কোথায় অবস্থিত?
-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
৪.আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণীজ আমিষের কতটুকু মাছ থেকে আসে?
-প্রায় ৬০ শতাংশ।
৫.দেশে দৈনিক মাথাপিছু মাছ সরবরাহের পরিমাণ কত?
-প্রায় ২৮ গ্রাম।
৬.বাংলাদেশের মাথাপিছু দৈনিক মৎসজাত প্রোটিন গ্রহনের পরিমাণ কত?
-৪ গ্রাম।
৭.মাছ কোন জাতীয় খাদ্য?
-প্রাণীজ আমিষ।
৮.সুন্দরবনের দক্ষিণে অবস্থিত ‘দুবলার চর’ কেন বিখ্যাত?
-মাছ ও শুটকির জন্য।
৯.রেণু পোনা কখন ছাড়া হয়?
-বর্ষাকালে।
১০.গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি কোন কোন পানিতে চাষ করা হয়?
-গলদা চিংড়ি স্বাদু পানিতে এবং বাগদা চিংড়ি লোনা পানিতে।
১১.হোয়াইট গোল্ড কি?
-বাংলাদেশের চিংড়ি সম্পদ।
১২.Thrust sector বলা হয় কাকে?
-সরকার ঘোষিত অগ্রাধিকার প্রাপ্ত খাতকে।
১৩.সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত?
-সামুদ্রিক মাছ শিকারের জন্য।
১৪.কোন অঞ্চলকে বাংলাদেশের কুয়েত বলা হয়?
-খুলনা অঞ্চলকে।
১৫.মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ?
-তেলাপিয়া।
১৬.ক্যাটফিশ জাতীয় মাছ কি কি?
-বোয়াল, শিং, মাগুর ইত্যাদি।
১৭.বাংলাদেশের একমাত্র মৎস প্রযোনন ক্ষেত্র কোনটি?
-হালদা নদী।

মৎস সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী যেসব মাছ ধরা নিষিদ্ধ
মাছের নাম – আকার
কাতলা, রুই, মৃগেল, কালিবাউস, ঘনিয়া – ২৩ সেমি
ইলিশ – ২৫ সেমি
পাংগাস, সিলন, ভোলা ও আইড় – ৩০ সেমি
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]