Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4072
১.বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি?
=পুন্ড্র (বর্তমান নাম মহাস্থানগড়)।
২.কাটরা ও ছোট কাটরা ঢাকা মহানগরের কোন এলাকায় অবস্থিত?
=চকবাজার।
৩.বলধা গার্ডেন কোথায় অবস্থিত?
=ওয়ারী, ঢাকা।
৪.ভারতেশ্বরী হোমস এর প্রতিষ্ঠাতা কে?
=আর পি সাহা।
৫.নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?
=বুকানন হ্যামিলটন।
৬.ময়নামতির পূর্বনাম কি?
=রোহিতগিরি।
৭.আনন্দবিহার কোথায় অবস্থিত?
=ময়নামতি।
৮.বিখ্যাত গ্রান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
=নারায়ণগঞ্জ জেলার সোনার গাঁ।
৯.পাহাড়পুর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
=নওগাঁ।
১০.চন্দ্রদ্বীপ বাংলাদেশের কোন অঞ্চলের প্রাচীন নাম?
=বরিশাল।
১১.লালবাগের কেল্লা ঢাকা মহানগরের কোন থানায়?
=লালবাগ।
১২.ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
=বাগেরহাট।
১৩.বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
=সোনারগাঁয়ে।
১৪.শালবন বিহার কোথায় অবস্থিত?
=কুমিল্লা।
১৫.লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত মাজার কার?
=পরী বিবির মাজার।
১৬.বাংলাদেশের কতটি Cemetery রয়েছে?
-২টি। চট্টগ্রাম ও কুমিল্লা।
১৭.প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোথায় অবস্থিত?
=চাঁপাইনবাবগঞ্জ।
১৮.লালমাই পাহাড় কোন অঞ্চলে অবস্থিত?
=কুমিল্লা।
১৯.রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত?
=দিনাজপুর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1356 Views
    by apple
    0 Replies 
    2191 Views
    by romen
    0 Replies 
    2463 Views
    by romen
    0 Replies 
    1792 Views
    by romen
    0 Replies 
    1580 Views
    by raja

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]