Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4067
১.বাংলাদেশের শিক্ষা কমিশনের নাম কি?
=জাতীয় শিক্ষা কমিশন।
২.জাতীয় শিক্ষা কমিশন অন্য কি নামে পরিচিত?
=কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।
৩.জাতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়?
=২৬ জুলাই ১৯৭২।
৪.জাতীয় শিক্ষা কমিশন কে এবং কখন উদ্বোধন করেন?
=বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৪ সেপ্টেম্বর ১৯৭২।
৫.বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের প্রধান ছিলেন কে?
=ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা।
৬.বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট কখন প্রকাশিত হয়?
=৩০ মে ১৯৭৪।
৭.বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন রিপোর্টের নাম কি?
=বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট।
৮.বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্টে শিক্ষক-শিক্ষার্থীর কি অনুপাত সুপারিশ করা হয়?
=১: ১৫।
৯.জাতীয় শিক্ষা কমিশনের মতে প্রাথমিক শিক্ষার স্তর কোন শ্রেনী পর্যন্ত?
=প্রথম-অষ্টম শ্রেনী।
১০.জাতীয় শিক্ষা কমিশনের উচ্চ শিক্ষা হবে কিরূপ?
=৪ বছর মেয়াদি সম্মিলিত ডিগ্রি এবং ১ বছরের মাস্টার্স কোর্স।
১১.জাতীয় শিক্ষা কমিশনের সর্বজনীন এবং অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা হবে কোন শ্রেনী পর্যন্ত?
=অষ্টম শ্রেনী।
১২.জাতীয় কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন কমিটি কবে, কার নেতৃত্বে গঠিত হয়?
=১৯৭৫ সালে, প্রফেসর শামসুর হক।
১৩.মফিজ উদ্দিন শিক্ষা কমিশন অন্য কী নামে পরিচিত?
=বাংলাদেশ জাতীয় শিক্ষা কমিশন।
১৪.বাংলাদেশ কখন পূর্নাঙ্গ গণশিক্ষা কার্যক্রম চালু করে?
=১৯৮৭ সালে।
১৫.বাংলাদেশ শিক্ষা কমিশন অন্য কি নামে পরিচিত?
=মনিরুজ্জামান মিঞা শিক্ষা কমিশন।
১৬.জাতীয় শিক্ষা নীতি ২০১০ মন্ত্রিসভায় অনুমোদন হয় কবে?
=৩১ মে ২০১০।
১৭.নতুন শিক্ষানীতি প্রণয়ণের লক্ষ্যে কবে শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়?
=৮ এপ্রিল ২০০৯।
১৮.২০০৯ সালের শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রধান বা চেয়ারম্যান কে ছিলেন?
=অধ্যাপক কবীর চৌধূরী।
১৯.২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা স্তর কোন শ্রেনী পর্যন্ত?
=প্রথম – অষ্টম শ্র্রেনী।
২০.২০১০ সালের জাতীয় শিক্ষা নীতিতে কোন শ্রেনী পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক?
=অষ্টম শ্রেনী।
২১.কোন শ্রেনীর সমাপনী শেষে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়?
=দ্বাদশ শ্রেনী।
২২.মাধ্যমিক স্তরে কোন শ্রেনীর ফলাফলের ভিত্তিতে বৃত্তির ব্যবস্থা থাকবে?
=দশম শ্রেনী।
২৩.২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেনী পর্যন্ত?
=নবম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    116 Views
    by bdchakriDesk
    0 Replies 
    988 Views
    by rajib
    0 Replies 
    286 Views
    by shohag
    0 Replies 
    134 Views
    by bdchakriDesk
    1 Replies 
    72 Views
    by bdchakriDesk

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]