Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4043
১.বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৭১ সালে।
২.বাংলাদেশের সেনাবাহিনীর স্লোগান কি?
-সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে।
৩.বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি?
-ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং ওপরে কৌনিক অবস্থায় জাতীয় ফুল শাপলা।
৪.বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ঢাকা সেনানিবাস।
৫.বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি?
-জেনারেল।
৬.বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পদবি কি?
-চিফ অব আর্মি স্টাফ।
৭.বাংলাদেশের প্রধান সেনাপ্রধান কে?
-জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমাণী।
৮.বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল কে?
- জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমাণী।
৯.বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন?
-৩ জন।
১০.ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করা হয় কবে?
-১৫ ফেব্রুয়ারি ১৯৪৮।
১১.ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?
-মেজর আবদুল গণি।
১২.বাঙালি পল্টন বা ৪৯ তম বেঙ্গলি রেজিমেন্ট কি?
-প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী বাঙালি সৈন্যদের নিয়ে গঠিত রেজিমেন্ট।
১৩.প্রথম বাঙালি ব্যাটালিয়ন কবে গঠন করা হয়?
-২৬ জুন ১৯১৭।
১৪.গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানোর স্থানকে কি বলে?
-ব্লাক আউট
১৫.দেশের প্রথম নারী ছত্রীসেনা কে?
-জান্নাতুল ফেরদৌসি।
১৬.বাংলাদেশের প্রথম ছত্রীসেনা দম্পতি কারা?
-মেজর নুসরাত নূর আলী চৌধুরী এবং মেজর মোহাম্মদ মঞ্জরুল হক।
১৭.বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী সৈনিক নিয়োগ দেয়া হয় কবে?
-২৬ জানুয়ারি ২০১৪। তবে পেশাগত জীবন শুরু হয় ২৯ জানুয়ারি ২০১৫।
১৮.কোন কারণে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে?
-আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5298 Views
    by rana
    0 Replies 
    3552 Views
    by rana
    0 Replies 
    2359 Views
    by rana
    0 Replies 
    1957 Views
    by rana
    0 Replies 
    1859 Views
    by tasnima

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]