Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4017
১.ঢাকার প্রথম মসজিদ কোনটি ও কোথায় অবস্থিত?
=বিনত বিবির মসজিদ, নারিন্দা।
২.বিনত বিবির মসজিদ কত সালে নির্মাণ করা হয়?
=১৪৫৬ সালে।
৩.টাঙ্গাইল আতিয়া জামে মসজিদ কখন নির্মিত হয়?
=১৬০৯ সালে।
৪.বাগেরহাটের খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
=৮১টি।
৫.ষাট গম্বুজ মসজিদটি কোন আমলে নির্মিত হয়েছিল?
=প্রাক-মুঘল আমলে।
৬.ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
=বাগেরহাট জেলায়।
৭.ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল?
=সপ্তদশ শতাব্দীতে।
৮.সাতগম্বুজ মসজিদটির গম্বুজের সংখ্যা কতটি?
=৭টি।
৯.ছোট সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত?
=চাঁপাইনবাবগঞ্জ।
১০.বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটি?
=বায়তুল মোকাররম।
১১.মোঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি?
=আওলাদ হোসেন লেনের জামে মসজিদ।
১২.লাল শাহী মসজিদের অন্য নাম কি?
=ফররুখ শিয়ার মসজিদ।
১৩.ঢাকার চক মসজিদ কে নির্মাণ করে?
=সুবাদার শায়েস্তা খান।
১৪.চক মসজিদটি কবে নির্মিত হয়?
=১৬৭৫ সালে।
১৫.কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?
=নওগাঁ জেলার মান্দা উপজেলায়।
১৬.কুসুম্বা মসজিদ কবে নির্মিত হয়?
=১৫৫৮ সালে।
১৭.সাত গম্বুজ মসজিদটি কোন শতকে নির্মিত হয়?
=সপ্তদশ শতকে।
১৮.সাত গম্বুজ মসজিদটি কে নির্মাণ করেন?
=শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ।
১৯.সাত গম্বুজ মসজিদটি কোথায় অবস্থিত?
=ঢাকার মোহাম্মদপুর।
২০.তারা মসজিদ কে নির্মাণ করেন?
=মীর্জা গোলাম পীর।
২১.তারা মসজিদ এর কয়টি গম্বুজ আছে?
=৩টি।
২২.গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মিত হয় কার আমলে?
=আলা উদ্দিন হোসেন শাহের আমলে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    522 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1921 Views
    by bdchakriDesk
    0 Replies 
    14 Views
    by apple
    0 Replies 
    9 Views
    by rafique
    0 Replies 
    10 Views
    by masum

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]