Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3959
১.বাংলাদেশের সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় কবে?
-১৮৪০ সালে (চট্টগ্রাম ক্লাব এলাকায়)।
২.বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা উৎপাদন শুরু হয় কোথায়?
-সিলেটের মালনিছড়া।
৩.চা চাষের জন্য উপযোগী জমি কিরূপ?
-অধিক বৃষ্টিপাত সমৃদ্ধ পাহাড়ি ঢালু অঞ্চল।
৪.বাংলাদেশের উৎপাদিত চা কত প্রকার ও কি কি?
-দুই প্রকার – কালো চা ও সবুজ চা।
৫.বাংলাদেশের কোন কোন জেলায় চা বাগান আছে?
-সিলেট, মৌলভিবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, পঞ্চগড়, ও ঠাকুরগাও।
৬.বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায়?
-মৌলভিবাজার জেলায়।
৭.দেশের প্রথম অর্গানিগক চা বাগান কবে কোথায় স্থাপিত হয়?
-২০০০ সালে, পঞ্চগড়ে।
৮.বাংলাদেশের প্রথম চা জাদুঘর কবে কোথায় যাত্রা শুরু করে?
-১৬ সেপ্টেম্বর ২০০৯, শ্রীমঙ্গল, মৌলভিবাজার।
৯. বাংলাদেশের চা বোর্ড কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
-১৯৫০ সালে চা আইন অনুযায়ী ২২ ফেব্রুয়ারী ১৯৫১; চট্টগ্রাম।
১০.পাকিস্তান চা বোর্ডের নাম বাংলাদেশ চা বোর্ড করা হয় কবে?
-১৯৭৭ সালে।
১১.বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কবে কোথায় স্থাপিত হয়?
-২৮ ফেব্রুয়ারী ১৯৫৭; শ্রীমঙ্গল, মৌলভিবাজার।
১২.চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তম?
-দশম।
১৩.বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পূর্ব নাম কি?
-বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র। বর্তমান নামকরণ হয় ১৯৭৩ সালে।
১৪.বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে?
-সংযুক্ত আরব আমিরাত।
১৫.বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?
-১৬৭টি।

বাংলাদেশের চা বোর্ডের নিবন্ধনকৃত চা বাগানসমূহ
স্থান – সংখ্যা
মৌলভিবাজার – ৯১টি
হবিগঞ্জ – ২৫টি
চট্টগ্রাম – ২১টি
সিলেট – ১৯টি
পঞ্চগড় – ৮টি
রাঙামাটি – ২টি
ঠাকুরগাও -১টি
মোট – ১৬৭টি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    709 Views
    by afsara
    0 Replies 
    1218 Views
    by afsara
    0 Replies 
    579 Views
    by apple
    0 Replies 
    1075 Views
    by romen
    0 Replies 
    1060 Views
    by romen

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]