Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3918
১. ২০১৯ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কত জন ব্রিটিশ বাংলাদেশী নির্বাচিত হন?
=৪ জন – রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং আপসানা বেগম।
২. বাংলাদেশের কবে জাতিসংঘের পরমাণূ অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থণ করে?
=২৬ সেপ্টেম্বর ২০১৯।
৩.জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের ১৫ তম ও দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি কে?
= রাবাব ফাতিমা।
৪. ১২ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশ কততম দেশ হিসেবে মানব পাচার প্রতিরোধ প্রটোকল অনুমোদন করে?
=১৭৫ তম।
৫.২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
=অধ্যাপক আনিসুজ্জামান।
৬.বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে?
=৭৭টি।
৭.বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভত প্রেসিডেন্ট কে?
=আনিশা ফারুক।
৮.৫ মার্চ ২০১৯ বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে?
=নেপাল।
৯.বাংলাদেশ কতটি দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করেছে?
=৩৫টি।
১০.যুক্তরাষ্ট্রের নিউেইয়র্কে বাংলাদেশি অভিবাসী দিবস কবে?
=২৫ সেপ্টেম্বর।
১১.বাংলাদেশে ইসলামী ব্যাংক এর আঞ্চলিক কার্যলয় উদ্বোধন করা হয় কবে?
=৯ সেপ্টেম্বর ২০১৮।
১২.পাটের আশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে?
=অধ্যাপক মোবারক আহমদ খান।
১৩.বাংলাদেশ সর্বশেষ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
=কসোভো (১৮ ফেব্রুয়ারী ২০১৮) ।
১৪.বর্তমানে কোন দেশে সর্বাধিক ওষুধ রপ্তানি হয়?
=মিয়ানমার।
১৫.বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পন্য কতটি?
=৩টি।
১৬.বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পন্য কোনটি?
=জামদানি।
১৭.বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পন্য কোনটি?
=ইলিশ।
১৮.বাংলাদেশের তৃতীয় ভৌগোলিক নির্দেশক পন্য কোনটি?
=ক্ষীরশাপাতি।
১৯.বিশ্বব্যাংক বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক কে?
=মোহাম্মদ শফিউল আলম।
২০.কোন দেশ প্রথম নিজস্ব তহবিল দিয়ে ‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠন করে?
=বাংলাদেশ ।

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]