Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3863
সারশিল্প
সার কারখানার নাম – অবস্থান – উৎপাদিত সার - Key Points
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. – ফেঞ্চুগঞ্জ, সিলেট – ইউরিয়া – বাংলাদেশের প্রথম সার কারখানা ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. – ঘোড়াশাল, নরসিংদী – ইউরিয়া
ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লি. – পতেঙ্গা, চট্টগ্রাম – TSP
কর্ণফুলী ফার্টিলাইজার কো.লি. সংক্ষেপে – আনোয়ারা, চট্টগ্রাম – ইউরিয়া – বেসরকারি খাতে বাংলাদেশের একক বৃহত্তম সার কারখানা; বাংলাদেশের সরকার ও জাপানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।
জিয়া সার কারখানা কো.লি. – আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া – ইউরিয়া
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লি. – রাঙ্গুনিয়া, চট্টগ্রাম – ইউরিয়া
যমুনা ফার্টিলাইজার কো. লি. – তারাকান্দি, জামালপুর - বাংলাদেশের একমাত্র দানাদার সার প্রস্তুতকারী কারখানা
শাহজালাল ফার্টিলাইজার কো. লি. – ফেঞ্চুগঞ্জ, সিলেট – ইউরিয়া – বাংলাদেশের বৃহত্তম সরকারি সার কারখানা

পাটশিল্প
পাট বাংলাদেশের প্রধান শিল্প। বাংলাদেশের প্রধান তিনটি পাটশিল্প হলো – নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা। ১৯৫১ সালে নারয়ণগঞ্জের আদমজী নগরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম পাটকল ‘আদমজী জুট মিল’। এটি ছিল বিশ্বের বৃহত্তম পাটকল । ২০০২ সালে এটি বন্ধ করে দেওয়া হয়।

চিনিশিল্প
প্রথম চিনিকল – বাংলাদেশের প্রথম চিনিকল নর্থ বেঙ্গল চিনিকল, গোপালপুর, নাটোর।
বৃহত্তম চিনিকল – বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যান্ড কোং, দর্শনা, চুয়াডাঙ্গা।

সিমেন্টশিল্প
প্রথম সিমেন্ট কারখানা – ১৯৪০ সালে সুনামগঞ্জের ছাতকে স্থাপিত সিমেন্ট কো.লি. বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা।
বৃহত্তম সিমেন্ট কারখানা – বর্তমানে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, ছাতক, সুনামগঞ্জ।

কাগজশিল্প
প্রথম কাগজকল – বাংলাদেশের কাগজকলগুলোর মধ্যে প্রথম ও বৃহত্তম – কর্ণফুলী কাগজকল, ১৯৫৩ সালে এটি স্থাপিত হয়।
পূর্বের বৃহত্তম কাগজকল – বাংলাদেশের বৃহত্তম কাগজের কল ছিল খুলনার নিউজপ্রিন্ট মিল; এই মিলে সুন্দরবনের গেওয়া কাঠ কাচামাল হিসেবে ব্যবহার করা হতো।
সর্বপ্রথম – বাংলাদেশের সর্বপ্রথম সবুজ পাট ব্যবহার করে কাগজের মগু তৈরির প্রযুক্তি উদ্ভাবিত হয়।

বাংলাদেশের উল্লেখযোগ্য কাগজকল
নাম – অবস্থান - কাচামাল
কর্ণফুলী কাগজকল – চন্দ্রঘোণা, রাঙামাটি – বাশ ও নরম কাঠ
উত্তরবঙ্গ কাগজকল – পাকশী, পাবনা – চিনিকলগুলো থেকে প্রাপ্ত আখের ছোবড়া
সিলেট মগু ও কাগজকল – ছাতক, সিলেট – নালাগড়া ও ঘাস
বসুন্ধরা কাগজকল – নারায়ণগঞ্জ – আমদানীকৃত মগু

বাংলাদেশের উল্লেখযোগ্য হার্ডবোর্ড মিল
নাম – অবস্থান – কাঁচামাল
খুলনা হার্ডবোর্ড মিল – খুলনা – সুন্দরবনের গেওয়া কাঠ

চামড়া শিল্প
২০০ একর জমি নিয়ে সাভারের হরিণধারায় স্থাপিত হয়েছে চামড়া শিল্প নগরী । ঢাকার হাজারীবাগ থেকে ৬৬ বছর পর ট্যানারিগুলোকে চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামড়া ও চামড়াজাত পন্যকে ২০১৭ সালের ১ জানুয়ারী PRODUCT OF THE YEAR ঘোষণা দেন। অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী, বাংলাদেশের তৃতীয় প্রধান রপ্তানিপন্য চামড়া ও চামড়া জাত দ্রব্য। মোট রপ্তানিতে এর অবদান ৩.৫৬ শতাংশ।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  277 Views
  by Sakilfeni46
  0 Replies 
  228 Views
  by Nipaphysics
  0 Replies 
  221 Views
  by Nipaphysics
  0 Replies 
  192 Views
  by naser
  0 Replies 
  191 Views
  by naser

  কাতারে ন্যূনতম মাসিক মজুরি ২৩,০০০ টাকা আইন পরিবর্[…]

  কাফালা প্রথা বাতিল সৌদি আরবে ৭০ বছর ধরে বিদেশি শ্[…]

  ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন বাংলাদেশের স্বাধী[…]

  স্বাধীনতা সড়ক চালু ১৭ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্র[…]