Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3829
গ্রুপ থিয়েটার ফেডারেশন বাংলাদেশের পেশাদারি নাট্য সংগঠনগুলোর একটি ফোরাম। বাংলাদেশের নাটকের দলগুলোর মধ্যে থিয়েটার, অরণ্যক, ঢাকা থিয়েটার, নাট্যকেন্দ্র প্রধান।

মঞ্চ – অবস্থান
নজরুল মঞ্চ – বাংলা একাডেমি
মুক্ত মঞ্চ – জাহঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়
জাতীয় নাট্যশালা – শিল্পকলা একাডেমি, সেগুণবাগিচা, ঢাকা

গানের কলি – গীতিকার – সুরকার – শিল্পী
কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট--- - কাজী নজরুল ইসলাম
ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা—তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা – দিজেন্দ্র লাল রায় – সমবেত কন্ঠ
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি - আবদুল গাফফার চৌধুরী – প্রথম আবদুল লতিফ বর্তমানে আলতাফ মাহমুদ – আবদুল লতিফ
সালাম সালাম হাজার সালাম – ফজলে খোদা – আব্দুল জব্বার
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় ওরা কথায় কথায় শিকল পড়ায় মোদের হাতে পায়ে – আব্দুল লতিফ।
আমাদের সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই – সিকানদার আবু জাফর
মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি – গোবিন্দ হালদার – আপেল মাহমুদ
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল – গোবিন্দ হালদার
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা – গোবিন্দ হালদার – আপেল মাহমুদ – প্রথমে স্বপ্ন রায় পরে রোকেয়া সুলতানা।
এক নদী রক্ত পেরিয়ে – খান আতাউর রহমান – শাহনাজ, রহমতউল্লাহ
আমি বাংলার গান গাই – প্রতুল মুখোপাধ্যায় – প্রথম গায়ক প্রতুল মুখোপাধ্যায় বর্তমানে মাহমুদুজ্জামান বাবু
জয় বাংলা বাংলার জয় – গাজী মাযহারুল আনোয়ার – আনোয়ার পারভেজ
সবকটা জানালা খুলে দাওনা আমি গাইবো গাইবো বিজয়য়েরই গান – নজরুল ইসলাম বাবু – আহমেদ ইমতিয়াজ বুলবুল – সাবিনা ইয়াসমিন
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই – মান্না দে (ভারত) – গৌরি প্রসন্ন মজুমদার – সুপর্ন কান্তি ঘোষ
ভাল আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো – রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
খাচার ভিতর অচীন পাখি কেমনে আসে যায় – লালন ফকির – ফরিদা পারভীন
এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে – আবু জাফর – ফরিদা পারভীন
তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় – মো. মনিরুজ্জামান – সত্য সাহা – শাহনাজ রহমাতুল্লাহ
একতারা তুই দেশের কথা বলরে এবার বল – গাজী মাযহারুল - সত্য সাহা – শাহনাজ রহমাতুল্লাহ
আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন – মোহাম্মদ মনিরুজ্জামান

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]