- Thu Oct 15, 2020 1:17 pm#3775
প্রাচীন বৌদ্ধবিহার
বৌদ্ধবিহার – অবস্থান – নির্মাতা – নির্মাণকাল
সীতাকোট বিহার – নবাবগঞ্জ, দিনাজপুর –---- - পঞ্চম বা ষষ্ঠ শতকে
সোমপুর বিহার – পাহাড়পুর, নওগাঁ – পাল রাজা ধর্মপাল – অষ্টম শতক
শালবন বিহার – ময়নামতি, কুমিল্লা – দেবরাজা ভবদেব – অষ্টম শতক
আনন্দ বিহার – ময়নামতি, কুমিল্লা – দেবরাজা আনন্দদেব – অষ্টম শতক
ভোজ বিহার – কুমিল্লা
মহামুনি বিহার – রাউজান, চট্টগ্রাম
রাজবন বৌদ্ধ বিহার – কাপ্তাই, রাঙামাটি
জগদ্দল বিহার – ধামুইরহাট, নওগা – রাজা রামপাল
হলুদ বিহার – নওগাঁ
ভাসু বা বসু বিহার – মহাস্থান গড়, বগুড়া
শাক্যমুনি বিহার – মিরপুর, ঢাকা
বিক্রমশীল মহাবিহার – অচিন্তক, বিহার, ভারত
সোমপুর বিহার
ধর্মপাল নওগাঁ জেলার পাহাড়পুরে একটি বিহার বা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। বিহারটির নাম ছিল সোমপুর বিহার। অষ্টম শতব্দীতে তিনি নির্মাণ করেন। ভারতীয় উপমহাদেশে প্রত্নতান্ত্রিক খননকাজের ফলে যত বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি আয়তনে বৃহত্তম । এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শণ। ১৮৭৯ সালে কানিংহাম এই বিশাল কীর্তিটি আবিষ্কার করেন।
অতীশ দীপঙ্করের জন্মস্থানে বৌদ্ধ বিহারের সন্ধান: প্রখ্যাত ধর্ম প্রচারক ও পন্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থানে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। ইতিহাসবিদরা এতদিন যে বিক্রমপুরি বিহারের কথা বলেছেন, এটি সেই বিহার।
মন্দির
ঢাকেশ্বরী মন্দির – ঢাকা শহরের ব্যারাক এলাকায় অবস্তিত একটি সুপ্রাচীন মন্দির। ধারণা করা হয় সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দিতে এটি নির্মাণ করেন।
জয়কালী মন্দির – টিকাতুলী, ঢাকা
গুরুদুয়ারা নানকশাহী – ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত।
জগন্নাথ মন্দির – পাবনা
বিশ্বনাথ মন্দির – ময়মনসিংহ
রঘুনাথ মন্দির – শেরপুর
রামু মন্দির – কক্সবাজার
পুঠিয়া মন্দির – রাজশাহী
রামজাদি বৌদ্ধ মন্দির: ২০১৭ সালে ফেব্রুয়ারিতে পর্যটক ও পুণ্যার্থীদের জন্য খুলে দেয়া হয় বান্দরবান জেলার হদা বাবুর ঘানা এলাকার পাহাড়ের ওপর নির্মিত দেশের সর্ববৃহৎ বৌদ্দমন্দির রামজাদি। বান্দরবানের আরেক বিখ্যাত মন্দির হচ্ছে স্বর্ণজাতি বা স্বর্ণমন্দির।
বৌদ্ধবিহার – অবস্থান – নির্মাতা – নির্মাণকাল
সীতাকোট বিহার – নবাবগঞ্জ, দিনাজপুর –---- - পঞ্চম বা ষষ্ঠ শতকে
সোমপুর বিহার – পাহাড়পুর, নওগাঁ – পাল রাজা ধর্মপাল – অষ্টম শতক
শালবন বিহার – ময়নামতি, কুমিল্লা – দেবরাজা ভবদেব – অষ্টম শতক
আনন্দ বিহার – ময়নামতি, কুমিল্লা – দেবরাজা আনন্দদেব – অষ্টম শতক
ভোজ বিহার – কুমিল্লা
মহামুনি বিহার – রাউজান, চট্টগ্রাম
রাজবন বৌদ্ধ বিহার – কাপ্তাই, রাঙামাটি
জগদ্দল বিহার – ধামুইরহাট, নওগা – রাজা রামপাল
হলুদ বিহার – নওগাঁ
ভাসু বা বসু বিহার – মহাস্থান গড়, বগুড়া
শাক্যমুনি বিহার – মিরপুর, ঢাকা
বিক্রমশীল মহাবিহার – অচিন্তক, বিহার, ভারত
সোমপুর বিহার
ধর্মপাল নওগাঁ জেলার পাহাড়পুরে একটি বিহার বা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। বিহারটির নাম ছিল সোমপুর বিহার। অষ্টম শতব্দীতে তিনি নির্মাণ করেন। ভারতীয় উপমহাদেশে প্রত্নতান্ত্রিক খননকাজের ফলে যত বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি আয়তনে বৃহত্তম । এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শণ। ১৮৭৯ সালে কানিংহাম এই বিশাল কীর্তিটি আবিষ্কার করেন।
অতীশ দীপঙ্করের জন্মস্থানে বৌদ্ধ বিহারের সন্ধান: প্রখ্যাত ধর্ম প্রচারক ও পন্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থানে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। ইতিহাসবিদরা এতদিন যে বিক্রমপুরি বিহারের কথা বলেছেন, এটি সেই বিহার।
মন্দির
ঢাকেশ্বরী মন্দির – ঢাকা শহরের ব্যারাক এলাকায় অবস্তিত একটি সুপ্রাচীন মন্দির। ধারণা করা হয় সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দিতে এটি নির্মাণ করেন।
জয়কালী মন্দির – টিকাতুলী, ঢাকা
গুরুদুয়ারা নানকশাহী – ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত।
জগন্নাথ মন্দির – পাবনা
বিশ্বনাথ মন্দির – ময়মনসিংহ
রঘুনাথ মন্দির – শেরপুর
রামু মন্দির – কক্সবাজার
পুঠিয়া মন্দির – রাজশাহী
রামজাদি বৌদ্ধ মন্দির: ২০১৭ সালে ফেব্রুয়ারিতে পর্যটক ও পুণ্যার্থীদের জন্য খুলে দেয়া হয় বান্দরবান জেলার হদা বাবুর ঘানা এলাকার পাহাড়ের ওপর নির্মিত দেশের সর্ববৃহৎ বৌদ্দমন্দির রামজাদি। বান্দরবানের আরেক বিখ্যাত মন্দির হচ্ছে স্বর্ণজাতি বা স্বর্ণমন্দির।