Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3704
জয়পুরহাট জেলার জামালগঞ্জ, নওগাঁর পত্নীতলা, দিনাজপুর জেলার বড়পুকুরিয়া, ফুলবাড়ী, সুনামগঞ্জ জেলার টাকেরহাট প্রভৃতি স্থানে উন্নতমানের বিটুমিনাস ও লিগনাইট কয়লা পাওয়া যায়। খুলনা অঞ্চলের কোলা বিলে পিট কয়লা পাওয়া গেছে। আইভরি ব্ল্যাক হলো অস্থিজ কয়লা । দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় বাংলাদেশের প্রথম কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে।
কয়লা ক্ষেত্র – অবস্থান – আবিষ্কার
জামালগঞ্জ – জয়পুরহাট
বড়পুকুরিয়া – দিনাজপুর – ১৯৮৫
খালিশপুর – রংপুর
দীঘিপাড়া – দিনাজপুর
ফুলবাড়ী – দিনাজপুর
পাঁচবিবি – জয়পুরহাট
কঠিন শিলা: রংপুর জেলার মিঠাপুকুর এবং দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে।
চুনাপাথর: টাকেরহাট, জাফলং, ভাঙ্গারহাট, জকিগঞ্জ, সেন্টমার্টিন দ্বীপে চুনা পাথর পাওয়া যায়।
চীনা মাটি: নেত্রকোণার বিজয়পুর, নওগার পত্নীতলা দিনাজপুরের পার্বতীপুরে চীনামাটি পাওয়া যায়।
সিলিকা বালি: সুনামগঞ্জের টাকের হাট, মৌলভিবাজারের কুলাউড়া, জামালপুরের গারো পাহড়ে সিলিকা বালি পাওয়া যায়। কাচবালির সর্বাধিক মজুত আছে সিলেট অঞ্চলে।
তেজস্ক্রিয় বালু: কক্সবাজরের সমুদ্রসৈকতে পাওয়া যায়। এদের কালা সোনাও বলা হয়। এগুলোর মধ্যে জিরকন, মোনাজাইট, ও জাহেরাইট উল্লেখযোগ্য। বাংলাদেশের বিশিষ্ট ভূবিজ্ঞানী এমএ জাহের আবিষ্কৃত পদার্থটিকে তার নাম অনুসারে জাহেরাইট রাখা হয়েছে।
নুড়ি পাথর: সিলেট, পঞ্চগড়, ও লালমনিরহাট জেলার পাটগ্রামে নুড়িপাথর পাওয়া যায়।
গন্ধক:চট্টগ্রামের কুতুবদিয়ায় বাংলাদেশের একমাত্র গন্ধক খনি অবস্থিত।
তামা: রংপুর জেলার রানি পুকুরে, দিনাজপুরের মধ্যপাড়ায় তামার সন্ধান পাওয়া গেছে।
ইউরেনিয়াম: মৌলভিবাজারের কুলাউড়া পাহাড়ে ইউরোনিয়ামের সন্ধান পাওয়া গেছে।
খনিজ বালি: কুতুবদিয়া ও টেকনাফ এ প্রচুর পরিমাণে খনিজ বালি পাওয়া যায়।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  692 Views
  by Jahidsoc14ku
  0 Replies 
  310 Views
  by apple
  0 Replies 
  821 Views
  by mousumi
  0 Replies 
  977 Views
  by awal
  0 Replies 
  724 Views
  by rafique

  -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

  ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

  -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

  -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]