Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3672
বাংলাদেশের দেশরক্ষা বাহিনী সংগঠন বিভক্ত তিন ভাগে – আর্মি, নেভি, বিমানবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর – ঢাকায়।
বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ – জেনারেল।
বাংলাদেশ নৌবাহিনীর রণতরীর নাম – বিএনএস পদ্মা।
বাংলাদেশ প্রথম নৌবহরের নাম – বঙ্গবন্ধু।
বাংলাদেশ নেভাল একাডেমি অবস্থিত – পতেঙ্গায়।
বাংলাদেশ মিলিটারি একাডেমি অবস্থিত – চট্টগ্রামের ভাটিয়ারিতে।
বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার – যশোরে অবস্থিত।
বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি চট্টগ্রামের জলদিয়ায় অবস্থিত।
সোর্ড অব অনার সম্মান প্রদান সম্পর্কিত হলো সেনাবাহিনীর সাথে।
বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি করেন – খোন্দকার মোশতাক আহমেদ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন – মেজর জেনারেল একেএম শফিউল্লাহ।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
-বিডিয়ারের বর্তমান নাম – Border Guard Bangladesh (BGB)
-বিজিবি একটি – আধাসামরিক বাহিনী।
-বিজিবির গঠনকালীন নাম – রামগড় লোকাল ব্যাটালিয়ান (১৭৭৫ সালে) ।
-বিজিবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় – ২০১১ সালে।
-বিজিবির সদরদপ্তর – পিলখানা, ঢাকা।
-পিলখানায় বিডিয়ার বিদ্রোহ হয় – ২০০৯ সালে।
-রাইফেলস ট্রেনিং একাডেমি ‘বায়তুল ইজ্জত’ অবস্থিত – সাতকানিয়া, চট্টগ্রাম।

পুলিশ
-বঙ্গ -ভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন – লর্ড ক্যানিং।
-ঢাকা মহানগরীতে মেট্রোপলিটিন পুলিশ চালু হয় – ১৯৭৬ সালে।
-বাংলাদেশ পুলিশ একাডেমি অবস্থিত – রাজশাহী জেলার সারদায়।
-পুলিশের ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সেল গঠন করা হয়েছে তার নাম – কাউন্টার ইন্টেলিজেন্স।

র‌্যাব
-বাংলাদেশ র‌্যাব এর প্রতিশব্দ – র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
র‌্যাব গঠন করা হয় – আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট ১৯৭৯ সংস্কার করে।
র‌্যাব গঠনের লক্ষ্য আইন পাস হয় – ২০০৩ সালে।
বর্তমান আইনশৃঙ্খলা রক্ষায় নব গঠিত র‌্যাবের পূর্ব নাম ছিল – র‌্যাট।
র‌্যাবের সদরদপ্তর – ঢাকার কুর্মি টোলায়।

বাংলাদেশের স্পেশাল বাহিনী
SSF এর পূর্ণ রূপ – Special Security Force.
SSF নিরাপত্তা প্রদান করে – রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও সরকার ঘোষিত ভিআইপি ব্যক্তিদের।
PGR – বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী।
PGR – President Guard Regiment.
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]