Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3631
পদ্মাবতী: আরাকানের বৌদ্ধ রাজা অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৫২ সালে পদ্মাবতী কাব্য রচনা করেন।
পদ্মাবতী: ১৮৬০ সালে মাইকেল মধূসুদন দত্তের রচিত নাটক।
পদ্মাবতী: সৈয়দ আলী আহসান সম্পাদিত গ্রন্থ। ১৯৬৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
পদ্মাবতী: ষোড়শ শতাব্দীর মুসলিম কবি মালিক জায়সী রচনা করেন পদ্মাবত কাব্য। এ কাল্পনিক কাহিনী ধরে পরে আরাকান রাজসভার বাঙালি কবি আলাওল লেখেন পদ্মাবতী।
পদ্মাবত: ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় পরিচালক সঞ্চয় লীলা বানসালির চলচিত্র। পদ্মাবত ছবির গল্প একজন রাজপুত গোত্রের হিন্দু রানী পদ্মাবতী এবং খিলজি বংশের শাসক আলাউদ্দীন খিলজিকে নিয়ে।
পদ্মা নদীর মাঝি: বাংলা ভাষায় বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচিত্র। চলচিত্রটির পরিচালনা করেন গৌতম ঘোষ।
পদ্মা মেঘনা যমুনা: ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার চলচিত্র। চলচিত্রটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।
পদ্মাপাড়: কবি জসিম উদ্দীন রচিত নাটক। ১৯৫০ সালে গ্রন্থাগরে প্রকাশিত হয়।
বিদ্রোহী পদ্মা: ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি চলচিত্র। এ চলচিত্রটির পরিচালনা করেন বাদল খন্দকার।
পদ্মা নদী: বাংলাদেশের অন্যতম প্রধান নদী। রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তি নাশা।
পদ্মা সেতু: বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মানাধীন একটি সড়ক ও রেল সেতু। নির্মান শেষ হলে এটি বাংলাদেশের বৃহত্তম সেতু।
পদ্মা এক্সপ্রেস: ঢাকা-রাজশাহীর মধ্যে চলাচলকারী অন্ত:নগর এক্সপ্রেস।
পদ্মা: উন্নত জাতের তরমুজ।
বানৌজা পদ্মা: বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ।
পদ্মা বিভাগ: বাংলাদেশের একটি প্রস্তাবিত প্রশাসনিক বিভাগ। প্রস্তাবনা অনুসারে বর্তমান ঢাকা বিভাগ থেকে আলাদা হয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর এ পাচটি জেলা নিয়ে পদ্মা বিভাগ গঠিত হবে। এর সদর দপ্তর হবে ফরিদপুর।
রেডিও পদ্মা: দেশের প্রথম কমিউনিটি রেডিও।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    542 Views
    by rafique
    0 Replies 
    746 Views
    by rafique
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]