Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3621
গান – জন্ম বা প্রচলন
সারি গান – ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা ও বরিশাল।
বাউল গান – ঢাকা, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, পাবনা, ময়মনসিংহ ও সিলেট।
জাগ গান – পাবনা, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ।
গাজীর গান – ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট।
ধুয়া গান – ফরিদপুর, পাবনা, যশোর ও ঢাকা।
ঘাটু গান – ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট।
গম্ভীরা গান – বৃহত্তর রাজশাহী অঞ্চল।
বিচার গান – মানিকগঞ্জ ও ফরিদপুর।
মাগনের গান – মানিকগঞ্জ।
ফকিরালি গান – টাঙ্গাইল ও ময়মনসিংহ।
জারি গান – কিশোরগঞ্জ ও ময়মনসিংহ।
ভাটিয়ালি গান – ময়মনসিংহ ও সিলেট।
কবিগান – চট্টগ্রাম।
মাইজভান্ডারি গান – চট্টগ্রাম।
আলকাপ গান – রাজশাহী, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও মালদহ।
বোলার গান – পশ্চিম বঙ্গ, বীরভূম ও মুর্শিদাবাদ।
গোপীচন্দ্রের গান – ভারতবর্ষের উত্তর-পূর্বাঞ্চলে।
ভাওয়াইয়া গান – রংপুর, পশ্চিমবঙ্গ ও আসাম ।
চটকা গান – রংপুর ও কোচবিহার।
লেটো গান – পশ্চিম বঙ্গ।
টপ্পা গান – পশ্চিম বঙ্গ।
ঝুমুর গান – পশ্চিম বঙ্গের রাঢ়, রাজশাহী ও ফরিদপুর।

যে অঞ্চলের নৃত্য
উচ্চাঙ্গ নৃত্য:
মণিপুরী: সিলেট ও মণিপুরী।
ভারতনাট্যম: ভারত।
কথাকলি:দক্ষিণ ভারত।
কত্থক: উত্তর ভারত ও জয়পুর।
ওড়িশি: ভারত।
লোক নৃত্য:
অবতার: ফরিদপুর।
হুদমা: রংপুর।
ডাক: মানিক গঞ্জ।
ঘাটু: কিশোরগঞ্জ, নেত্রকোণা ও সিলেট।
ঢালি: যশোর ও খুলনা।
রায়বেশে: বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ
জারি: ঢাকা ও ময়মনসিংহ।
অন্যান্য নৃত্য:
ঝুমুর:রংপুর ও রাজশাহী।
ধুপ: খুলনা, ফরিদপুর ও যশোর।
বল: যশোর।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  393 Views
  by Rabeyaakther16
  0 Replies 
  451 Views
  by Rabeyaakther16
  0 Replies 
  337 Views
  by Islammahabul47
  1 Replies 
  211 Views
  by sumon
  0 Replies 
  241 Views
  by Aresantor

  -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

  ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

  -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

  -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]