- Mon Sep 28, 2020 5:17 pm#3480
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ (৪৮-৬৪)
অনুচ্ছেদ-৪৮: রাষ্ট্রপতি – ৩) ৫৬ (৩) অনুসারে প্রধানমন্ত্রী এবং ৯৫ (১) অনুসারে গ্রহণ বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। (৪) কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্চিত হইবার যোগ্য হইবে না যদি তিনি –
ক.পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন। অথবা,
খ.সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন।
গ.কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদ হইতে অপসারিত হইয়া থাকেন।
অনুচ্ছেদ-৪৯: ক্ষমা প্রদর্শনের অধিকার।
অনুচ্ছেদ-৫০: রাষ্ট্রপতি পদের মেয়াদ –
১.রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরের মেয়াদে তাঁর পদে অধিষ্ঠিত থাকবেন।
২.একাদিক্রমে হউক বা না হউক দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোন ব্যক্তি অধিষ্ঠিত থাকবেন না।
৩.স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্টপতি স্বীয় পদত্যাগ করিতে পারবেন।
অনুচ্ছেদ-৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি – রাষ্ট্রপতি তাহার দায়িত্ব পালন করিতে গিয়া কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্য করিয়া থাকিলে বা না থাকিলে সেই জন্য তাহাকে কোন আদালতে জবাবদিহি করিতে হইবে না।
অনুচ্ছেদ-৫২: রাষ্ট্রপতির অভিসংশন –
১.এই সংবিধান লঙ্গন বা অসাদচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিসয়শংসিত করা যাইতে পারে।
২. অভিযোগ বিবেচনার পর দুই তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া প্রস্তব গৃহীত হইবার তারিখে রাষ্ট্রপতির পদ শূণ্য হইবে।
অনুচ্ছে-৫৩. অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারণ।
অনুচ্ছেদ-৫৪: অনুপস্থিতি প্রভৃতিকালে রাষ্ট্রপতি পদে স্পিকার- রাষ্ট্রপতি পদ শূণ্য হলে কিংবা অনুপস্থিতি বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালন এ অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্টপতি পুনরায় স্বীয় কার্যাভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করিবেন।
অনুচ্ছেদ-৫৫: মন্ত্রিসভা
অনুচ্ছেদ-৫৬: মন্ত্রিগণ
অনুচ্ছেদ-৫৭: প্রধানমন্ত্রীর পদের মেয়াদ।
অনুচ্ছেদ-৫৮: মন্ত্রীসদের মেয়াদ ।
অনুচ্ছেদ-৫৯: স্থানীয় শাসন।
অনুচ্ছেদ-৬০: স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা।
অনুচ্ছেদ-৬১: সর্ধিনায়কতা -বাংলাদেশে প্রতিরক্ষা সর্বাধিকতা রাষ্ট্রপতির ওপর ন্যাস্ত হইবে।
অনুচ্ছেদ-৬২: প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি।
অনুচ্ছেদ-৬৩: সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না।
অনুচ্ছেদ-৬৪: অ্যাটর্নি জেনারেল –
১.সুপ্রিম কোর্টের বিচারপতি হইবার যোগ্য কোন ব্যক্তিকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করিবেন।
২.রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা অ্যাটর্নী জেনারেল স্বীয় পদে বহাল থাকবেণ এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।
অনুচ্ছেদ-৪৮: রাষ্ট্রপতি – ৩) ৫৬ (৩) অনুসারে প্রধানমন্ত্রী এবং ৯৫ (১) অনুসারে গ্রহণ বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। (৪) কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্চিত হইবার যোগ্য হইবে না যদি তিনি –
ক.পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন। অথবা,
খ.সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন।
গ.কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদ হইতে অপসারিত হইয়া থাকেন।
অনুচ্ছেদ-৪৯: ক্ষমা প্রদর্শনের অধিকার।
অনুচ্ছেদ-৫০: রাষ্ট্রপতি পদের মেয়াদ –
১.রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরের মেয়াদে তাঁর পদে অধিষ্ঠিত থাকবেন।
২.একাদিক্রমে হউক বা না হউক দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোন ব্যক্তি অধিষ্ঠিত থাকবেন না।
৩.স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্টপতি স্বীয় পদত্যাগ করিতে পারবেন।
অনুচ্ছেদ-৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি – রাষ্ট্রপতি তাহার দায়িত্ব পালন করিতে গিয়া কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্য করিয়া থাকিলে বা না থাকিলে সেই জন্য তাহাকে কোন আদালতে জবাবদিহি করিতে হইবে না।
অনুচ্ছেদ-৫২: রাষ্ট্রপতির অভিসংশন –
১.এই সংবিধান লঙ্গন বা অসাদচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিসয়শংসিত করা যাইতে পারে।
২. অভিযোগ বিবেচনার পর দুই তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া প্রস্তব গৃহীত হইবার তারিখে রাষ্ট্রপতির পদ শূণ্য হইবে।
অনুচ্ছে-৫৩. অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারণ।
অনুচ্ছেদ-৫৪: অনুপস্থিতি প্রভৃতিকালে রাষ্ট্রপতি পদে স্পিকার- রাষ্ট্রপতি পদ শূণ্য হলে কিংবা অনুপস্থিতি বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালন এ অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্টপতি পুনরায় স্বীয় কার্যাভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করিবেন।
অনুচ্ছেদ-৫৫: মন্ত্রিসভা
অনুচ্ছেদ-৫৬: মন্ত্রিগণ
অনুচ্ছেদ-৫৭: প্রধানমন্ত্রীর পদের মেয়াদ।
অনুচ্ছেদ-৫৮: মন্ত্রীসদের মেয়াদ ।
অনুচ্ছেদ-৫৯: স্থানীয় শাসন।
অনুচ্ছেদ-৬০: স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা।
অনুচ্ছেদ-৬১: সর্ধিনায়কতা -বাংলাদেশে প্রতিরক্ষা সর্বাধিকতা রাষ্ট্রপতির ওপর ন্যাস্ত হইবে।
অনুচ্ছেদ-৬২: প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি।
অনুচ্ছেদ-৬৩: সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না।
অনুচ্ছেদ-৬৪: অ্যাটর্নি জেনারেল –
১.সুপ্রিম কোর্টের বিচারপতি হইবার যোগ্য কোন ব্যক্তিকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করিবেন।
২.রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা অ্যাটর্নী জেনারেল স্বীয় পদে বহাল থাকবেণ এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।