Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#2706
◧ ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
a) ঢাকায়
b) লাহোরে
c) করাচিতে
d) নারায়ণগঞ্জে
◧ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায় ছয় দফা ঘােষণা করেন?
ক) ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহােরে
খ) ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহােরে
গ) ৭ জুন ১৯৬৬ সালে ঢাকার পল্টন ময়দানে
ঘ) ১৪ আগস্ট ১৯৬৬ সালে করাচীতে
◧ তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরােধী দলগুলাের এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ঢাকা
খ) লাহাের
গ) চট্টগ্রাম
ঘ) দিল্লি
◧ ছয় দফা দাবী পেশ করা হয়–
ক) ১৯৭০ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৫ সালে
ঘ) ১৯৬৯ সালে
◧ ঐতিহাসিক ছয় দফা ঘােষণা করা হয় ১৯৬৬ সালের–
ক) ফেব্রুয়ারিতে
খ) মে মাসে
গ) জুলাই মাসে
ঘ) আগস্টে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1116 Views
    by shahan
    0 Replies 
    1304 Views
    by raihan
    0 Replies 
    1112 Views
    by masum
    0 Replies 
    1714 Views
    by shanta
    0 Replies 
    25154 Views
    by shanta

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]