Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#2227
সাম্প্রতিক প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে ড্রিমলাইনার মোট কতটি?
উত্তর: ৬টি। সর্বশেষ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’।
প্রশ্ন: বর্তমানে বগুড়া জেলায় ইউনিয়নের সংখ্যা কতটি?
উত্তর: ১০৯টি। সর্বশেষ ইউনিয়ন সুখানপুকুর।
প্রশ্ন: দেশের সপ্তম ব্যাংক নোট হবে কত টাকা মূল্যমানের?
উত্তর: ২০০ টাকা।
প্রশ্ন: ১৮ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ নৌ বাহিনীর কাছে কোন দুটি ফ্রিগেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়?
উত্তর: ওমর ফারুক ও আবু উবাইদাহ।
প্রশ্ন: ২০১৯ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কত জন ব্রিটিশ-বাংলাদেশি নির্বাচিত হন?
উত্তর: ৪জন- রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং আপসানা বেগম।
প্রশ্ন: দেশি কাপড় তৈরিতে শীর্ষে কোন জেলা?
উত্তর: নরসিংদী।
প্রশ্ন: দেশে উৎপাদিত কাপড় বিক্রির সবচেয়ে বড় পাইকারি হাট কোনটি?
উত্তর: শেখেরচর-বাবুরহাট (নরসিংদী)।
প্রশ্ন: ১৯ সেপ্টেম্বর ২০১৯ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কোন ফসলকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করা হয়?
উত্তর: আলু।
প্রশ্ন: বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল কয়টি ও কী কী?
উত্তর: ৬টি- ধান, গম, পাট, আখ, মেস্তা ও কেনাফ।

GDP’ র চূড়ান্ত হিসাব ২০১৮-১৯
প্রশ্ন: মাথাপিছু GDP কত?
উত্তর: ১,৮২৮ মার্কিন ডলার।
প্রশ্ন: GDPতে কৃষি খাতের অবদানের হার কত?
উত্তর: ১৩.৬৫%।
প্রশ্ন: GDPতে শিল্প খাতের অবদানের হার কত?
উত্তর: ৩৫.০০% ।
প্রশ্ন: GDPতে সেবা খাতের অবদানের হার কত?
উত্তর: ৫১.৩৫% ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    518 Views
    by masum
    0 Replies 
    217 Views
    by tamim
    0 Replies 
    163 Views
    by mousumi
    0 Replies 
    191 Views
    by raja
    0 Replies 
    117 Views
    by rajib

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]