Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#2193
প্রত্নতত্ত্ব বিভাগে গেজেটভুক্ত মোগল আমলের মসজিদ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হরিপুর দেওলী গ্রামের মুক্তাগাছা ফুলবাড়িয়া সড়কের কাছে ভুঁইয়া বাড়ির আঙিনায় রয়েছে মোগল আমলে নির্মিত প্রাচীন এক মসজিদ। এটি কবে স্থাপিত হয়েছে, কে প্রতিষ্ঠা করেছেন, কেউ জানে না। তিনটি গম্বুজ রয়েছে এতে এবং এটি পাথর দিয়ে নির্মিত। সর্বশেষ ১১৩৫ বঙ্গাব্দে সংস্কার করা হয়েছিল মসজিদটি। এরপর প্রায় ৩০০ বছরেও এর সংস্কার করা হয়নি। সেপ্টেম্বর ২০১৯ প্রত্নতত্ত্ব বিভাগের সরকারি গেজেটে মসজিদটির নাম তালিকাভুক্ত করা হয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত বাংলাদেশের পুরাকীর্তি মোট ৫১৮টি। বিভাগওয়ারী পুরাকীর্তি সংখ্যা- রাজশাহী: ১৫০। ঢাকা: ১০৫। খুলনা: ৯১। চট্টগ্রাম: ৫৯। রংপুর: ৫৮। বরিশাল : ২২। ময়মনসিংহ : ১৮। সিলেট : ১৫।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]