Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#2188
নতুন সড়ক পরিবহন আইন কার্যকর
শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের মুখে ১৯ সেপ্টেম্বর ২০১৮ জাতীয় সংসদে পাস হয় ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’। আর তা কার্যকর হয় ১ নভেম্বর ২০১৯। এর আগে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এবং মোটরযান বিধিমালা ১৯৮৪-এর অধীনে সড়ক পরিবহন খাত পরিচালিত হয়ে আসছিল। নতুন আইন কার্যকর হওয়ায় আগের আইন ও বিধি অকার্যকর হয়ে যায়। নতুন সড়ক পরিবহন আইনে বেশিরভাগ ধারায় জরিমানা ৫০ গুণ বৃদ্ধি করা হয়। কিছু কিছু ধারায় তা ১০০০ গুণ বেড়েছে।
আইন ভঙ্গের শাস্তি সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা, তিন মাসের কারাদণ্ড
• হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো।
• মোটরসাইকেল চালকের একের অধিক যাত্রী বহন।
• উল্টো পথে যান চালালে
• ফুটপাতে মোটরযান
• পথচারী নির্ধারিত স্থান ধরে সড়ক পারাপার না করলে।
• চালকের সহকারী দিয়ে যানবাহন চালানো।
সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা, এক মাসের কারাদণ্ড
• চলন্ত যানে চালক মুঠোফোনে কথা বললে।
• প্রতিবন্ধী-মহিলাদের জন্য আসন সংরক্ষণ না করলে।

• সড়ক দুর্ঘটনায় প্রাণহানির কারণে দায়ী চালকের সাজা সর্বোচ্চ পাঁচ বছর বা পাঁচ লাখ টাকা অথবা উভয়দণ্ড। এ ধারায় আসামির জামিন হবে না।
• তদন্তে উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড প্রমাণিত হলে দণ্ডবিধির ৩০২ ধারায় সর্বোচ্চ সাজা হবে মৃত্যু।
• নিয়ন্ত্রণহীনভাবে যান চালিয়ে দুর্ঘটনার দায়ে সাজা ৩ বছর বা জরিমানা তিন লাখ টাকা অথবা উভয়দণ্ড।
• গণপরিবহনে ভাড়া তালিকা না থাকলে ১০ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ড অথবা উভয়দণ্ড।
• সড়কে চাঁদাবাজির শাস্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড।
• ট্রাক-বাসের আকৃতি পরিবর্তনে সর্বোচ্চ তিন লাখ টাকা জরিমানা বা সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড।
• ওভারলোডেড গাড়ি চালানো সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা।
• জোরে হর্ন বাজানো সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা।
• নিবন্ধন ছাড়া গাড়ি চালানো ৬ মাসের কারাদণ্ড বা ৫০,০০০ টাকা জরিমানা বা উভয়দণ্ড।
• ফিটনেসবিহীন গাড়ি চালালে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ২৫,০০০ টাকা বা উভয় দণ্ড।
• ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ ২৫,০০০ টাকা জরিমানা বা ৬ মাস কারাদণ্ড বা উভয় দণ্ড।
• ভুয়া লাইসেন্সে গাড়ি চালালে ১-৫ লাখ টাকা জরিমানা বা ৬ মাস থেকে ২ বছর কারাদণ্ড বা উভয় দণ্ড।
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]