Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#2182
ঘূর্ণিঝড় বুলবুল : বিপর্যস্ত বাংলাদেশ
৯ নভেম্বর ২০১৯ বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬টি জেলার উপর দিয়ে ঘন্টায় ১২০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঘূর্ণিঝড় বুলবুল-এর নামকরণ করে পাকিস্তান।
উপকূলজুড়ে বুলবুলের ক্ষত
মোট আক্রান্ত মানুষ ২০ লাখ
মৃত্যু ১৭ জন

মৎস্য সম্পদে ক্ষতি
• ১০টি উপকূলীয় জেলায় ৪৬ কোটি ৮০ লাখ ৭৭ হাজার টাকার।
• ক্ষতিগ্রস্ত পুকুর বা দিঘি ৬,৬৯৬টি; ঘের ১৫,১১৩টি এবং দিঘি ১৩০০টি
• ক্ষতিগ্রস্ত ঘেরের আয়তন ৯,৯২১ হেক্টর ও দিঘির আয়তন ৫৩৭ হেক্টর।
কৃষির ক্ষয়ক্ষতি
• ফসলের ক্ষয়ক্ষতি ৭২,২১২ টন, যার আর্থিক মূল্য ২৬৩ কোটি ৫ লাখ টাকা।
• আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয় ১০৩ উপজেলার ২,৮৯,০০৬ হেক্টর। এর মধ্যে ফসল নষ্ট হয় ২২,৮৩৬ হেক্টর জমির।
• ক্ষতিগ্রস্ত কৃষক ৫০,৫০৩ জন।
ক্ষতিগ্রস্ত জেলা ১৬টি
বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্ণীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ।

সুন্দরবনের ক্ষয়ক্ষতি
• গাছ উপড়ে যায় ৪,৫৮৯টি। যার আর্থিক মূল্য ৫০,৩৫,০০০ টাকা।
• সুন্দরবনের দুটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পশ্চিম বিভাগে। পশ্চিম অংশ ক্ষতিগ্রস্ত গাছের মধ্যে রয়েছে গেওয়া, গরান, কেওড়া ইত্যাদি গাছ, যেগুলো নদী বা খালের পাড়ে হয়ে থাকে। আর পূর্ব অংশের ক্ষতিগ্রস্ত গাছের মধ্যে আছে রেইনট্রি, বাবলা, মেহগনি, অর্জুন ইত্যাদি গাছ। তবে কোনো বন্যপ্রাণী মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

    -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

    ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

    -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

    -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]