Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#2015
৪১তম বিসিএস
বাংলাদেশ বিষয়াবলি

১. বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: ০৬

- বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল - অস্ট্রিক।
- বাংলাকে জান্নাতাবাদ নামে অভিহিত করেন - সম্রাট হুমায়ন।
- বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন - বল্লাল সেন।
- মোগল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেন - বাবর (বাবরনামা)।
- হাজী মোহাম্মদ মহসীনের বাড়ি - হুগলী জেলায়।
- তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন - ইলা মিত্র।
- বাংলা সাল গণনা শুরু, পানিপথের ২য় যুদ্ধ ও সম্রাট আকবরের সিংহাসন লাভ - ১৫৫৬ সালে।
- লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম - হান্টার কমিশন।
- শেরে বাংলা এ.কে. ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন - ৯ মার্চ ১৯৫৬।
- পাকিস্তান আমলে পূর্ব বাংলা থেকে পাকিস্তানের একমাত্র গভর্নর জেনারেল ছিলেন - খাজা নাজিমুদ্দীন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2709 Views
    by romen
    0 Replies 
    2359 Views
    by rana
    0 Replies 
    4991 Views
    by afsara
    0 Replies 
    6302 Views
    by tamim
    0 Replies 
    3351 Views
    by rajib

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]