Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1756
১.সমাজকল‍্যাণ মন্ত্রণালয়ে নিয়োজিত মাননীয় মন্ত্রী মহোদয়ের নাম কি?
উঃ জনাব নুরুজ্জামান আহমেদ

২.সমাজকল‍্যাণ মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১০জানুয়ারি ,১৯৭২

৩.সমাজকল‍্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৮২

৪.সমাজকম দিবস কবে পালিত হয়?
উঃ মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার

৫.সমাজসেবা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৬১ সালে

৬.সমাজসেবা অধিদপ্তরের প্রধান অফিস কোথায় অবস্থিত?
উঃ আগারগাঁও,শেরে বাংলা নগর, ঢাকা

৭.সমাজসেবা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক কে ছিলেন?
উঃ মোহাম্মদ সাইদুর রহমান

৮.সমাজসেবা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে?
উঃ গাজী মোহাম্মদ নুরুল কবির।(২৯ এপ্রিল ২০১৫ থেকে বর্তমান)

৯.জাতীয় সমাজসেবা দিবস কবে পালিত হয়?
উঃ ২ জানুয়ারি

১০.বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন?
উঃ সামাজিক নিরাপত্তা বেষ্টনী

১১.বতমানে বয়স্ক ভাতার পরিমাণ কত?
উঃ মাসিক ৫০০ টাকা

১২.জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৯৯ সালে

১৩ .বিশ্ব অটিজম দিবস কবে?
উঃ ২ এপ্রিল

১৪.সমাজকল‍্যাণ মন্ত্রণালয়ের ভিশন কী?
উঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভিশন দুটি।যথা : উন্নত জীবন ও যত্নশীল সমাজ।

১৫.সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের বতমান পরিচালক কে?
উঃ মোঃ সাব্বির ইমাম
সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    225 Views
    by shohag
    0 Replies 
    3261 Views
    by apple
    0 Replies 
    439 Views
    by sajib
    0 Replies 
    866 Views
    by rajib
    0 Replies 
    217 Views
    by tamim

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]